মাদক, ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপ বিরোধী সামাজিক সংস্থা, জেলা যুব কল্যাণ সংস্থা মৌলভীবাজার-এর প্রবাসী দাতা সদস্য সুহেল আহমদ ও মো: মারুফ মিয়া’র স্বদেশ আগমণ উপলক্ষে এক নৈশ্যভোজ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
২৩শে (ডিসেম্বর) রোজ শুক্রবার রেস্টইন রেস্টুরেন্ট কুসুমবাগ সন্ধা ৬ ঘটিকায়।
নৈশ্যভোজ ও মতবিনিময় সভায় আলিম উদ্দিন হালিম এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, মোঃ নুরুল হক ও যুগ্ম-সাধারণ সম্পাদক, মোহাম্মদ আলী টিপুর, যৌথ পরিচালনায়।
এসময় উপস্হিত ছিলেন, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে,
জুবায়ের আহমদ, মোঃ উজ্জল ,কাজী রুহিন আহমদ,মোঃ সুমন মিয়া-(ইউপি সদস্য),মাম্মদ মিয়া, আশুক আহমদ, শাহ রুবেল আহমদ ,আছাব আলী, কামরুল আলম চৌঃ, মিজানুর রহমান শাহিন ,মোহিদ আহমদ, শেখ টিটু নেওয়াজ, রিপন আহমদ-(রাজনগর) , জগলু আহমদ, শাহ জাহান আহমদ, লিটন দাস,
কার্যকরি পরিষদের মধ্যে, সহ-সভাপতি,, মোঃ ইকবাল, বাছন আহমদ, হারুনুর রশিদ (আরজান) , রেজাউল ইসলাম সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক , ফয়ছল মিয়া, সহিদুল ইসলাম রিপন, সোহেল আহমদ, রনি আহমদ, সাংগঠনিক সম্পাদক, সাহেল আহমদ,
সহ-সাংগঠনিক সম্পাদক, ফরদুস আহমদ ইউপি সদস্য ,তারেক মিয়া, রহমান মামুন, সহ-প্রচার সম্পাদক, শায়েদ আহমদ, অর্থ সম্পাদক, জাহিরুল ইসলাম নোবেল, ধর্ম বিষয়ক সম্পাদক, মো: মঈন উদ্দিন ছাদেক, ক্রীড়া সম্পাদক,, মোঃ সালাউদ্দিন,মহিলা বিষয়ক সম্পাদক,
রুমি বেগম, কার্যকরী সদস্য, মোঃ সুহেল আহমদ,
আলাল মিয়া, টিটু আহমদ, মমি কর, বাপ্পি দাস, মুন্নি রায়।
অন্যান্যদের মধ্য উপস্হিত ছিলেন, সদর উপজেলা যুব কল্যান সংস্থার সভাপতি, শেখ নিজাম আহমেদ, সাধারণ সম্পাদক, মোঃ জুবেদ, পৌর যুব কল্যান সংস্হার সভাপতি, নাজমূল ইসলাম আলী, মৌলভীবাজার সরকারি কলেজ যুব কল্যান সংস্থার সভাপতি, মোঃ রাহিন আহমদ, সাধারন সম্পাদক, শেখ হেলাল আহমেদ,
জগৎসী কলেজ যুব কল্যান সংস্থার সভাপতি, মোঃ সোয়েব আহমেদ , সাধারণ সম্পাদক, শামাউন আল ফারদিন,
মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা যুবকল্যান সংস্থার সভাপতি, সুমন আহমেদ ও সাধারন সম্পাদক সুমেল আহমেদ প্রমূখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন