জিবিনিউজ24ডেস্ক//
২০১৪ সালে ‘ভোলা তো যায় না তারে’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক তানহা তাসনিয়ার। এরপর মুক্তি পায় তার অভিনীত ‘ভালো থেকো’ এবং ‘ধূমকেতু’। তিন সিনেমাতেই নিজের প্রতিভার জানান দেন নায়িকা। তার চতুর্থ সিনেমা ‘বিয়ে আমি করব না’ সেন্সর পেয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে।
এরমধ্যেই নতুন সিনেমায় নাম লেখালেন তানহা। যেটির নাম ‘রুখে দাঁড়াও’। পরিচালনা করছেন দেবাশীষ সরকার। এর আগে বেশির ভাগ সিনেমায় তাকে প্রেমিকার চরিত্রে দেখা গেলেও এবার দেখা যাবে ক্যাম্পাসের প্রতিবাদী মেয়ের ভূমিকায়।
সিনেমাটি নিয়ে তানহা তাসনিয়া বলেন, ‘একটি ক্যাম্পাসের গল্প। যেখানে মাদকসহ নানা কিছু নিয়ে আমি প্রতিবাদ করি। চলচ্চিত্রটি নিয়ে আমি বেশ আশাবাদী।’
তানহা তাসনিয়া
তিনি আরও যোগ করেন, ‘ড্রামা ও অ্যাকশন ঘরানার সিনেমা এটি। পরিচালকের মুখে গল্প শুনেই চরিত্রটির জন্য রাজি হয়ে যাই। আমার কাছে মনে হয়েছে, মনের মতো গল্প ও চরিত্র পেলাম।’
সিনেমাটিতে আরও অভিনয় করছেন, রোকেয়া প্রাচী, নাদের চৌধুরী, সুব্রত, রেবেকা, গাংগুয়া, জীবন, নূপুর, নিউটন, কাজী হায়াৎ প্রমুখ।
আগামী ৮ জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। চলবে টানা ২৮ জানুয়ারি পর্যন্ত। শুটিং হবে গাজীপুর, ধামরাই, মণিপুর ও ঢাকায়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন