জিবিনিউজ24ডেস্ক//
২০২২ সালের শেষেও কপাল পুড়ল বলিউডের। রোহিত শেটির প্রথম কোনো সিনেমা এত বাজেভাবে ডুবল বক্স অফিসে। মুখ্য চরিত্রে ছিলেন রণবীর সিং, পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, জনি লিভাররা। তারপরও প্রথম ৩ দিনে ‘সার্কাস’ যে পরিমাণ অর্থ ঘরে তুলেছে, তা প্রথমদিনই আয় করেছিল ‘সিম্বা’।
গত শুক্রবার রোহিত শেটির সিনেমার আয় ছিল ৬.৫ কোটি, শনিবার ৬.২৫ কোটি ও রোববার বড়দিনের দিন তা বেড়ে হয়েছে ৮ কোটি। এই তিনদিনে ভারতের বাজার থেকে ছবিটির আয় হয়েছে ২০.৭৫ কোটি। অথচ রণবীর-রোহিতের সিম্বা, যা ছিল তাদের প্রথম কাজ, তা প্রথমদিনেই আয় করেছিল ২০.৭২ কোটি।
যদিও সার্কাসকে টক্কর দিতে হয়েছে হলিউড সিনেমা ‘অবতার : দ্য ওয়ে অব ওয়াটার’-এর সঙ্গে। এই সাই-ফাই থ্রিলার মুক্তি পেয়েছিল ইংরেজি, হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম ভাষায়। অবতারের হিন্দি ভার্সন হারিয়ে দিয়েছে হিন্দি সার্কাসকে।
‘সার্কাস’ নিয়ে রীতিমতো প্রত্যাশা ছিল সব মহলেই। শেক্সপিয়ারের ‘দ্য কমেডি অব এররস’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবিটি। রণবীর ছাড়াও বহু নামিদামি অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন এই ছবিতে। এমনকী দীপিকা পাড়ুকোনকেও দেখা গেছে একটি গানে।
প্রসঙ্গত, চলতি বছর রণবীরের মুক্তি পাওয়া আরেক ছবি ‘জয়েশভাই জোয়ারদার’ও ফ্লপ করেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন