ব্যালটের চেয়ে ইভিএম স্লো : সিইসি

জিবিনিউজ24ডেস্ক//  

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটগ্রহণের ক্ষেত্রে ব্যালটের চেয়ে তুলনামূলকভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনটা (ইভিএম) স্লো।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বিকাল সাড়ে ৪টার পর অফিসিয়াল ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন।

তিনি বলেন, ইভিএমে ধীরগতি দুটি কারণে হয়। ভোটার উপস্থিতি বেশি হলে হয়। অবশ্য এর ইতিবাচক দিক আছে। ইভিএমের সমস্যা সবসময় একই। এখানে ভোটার উপস্থিতি বেশি হয়েছে। ইভিএম ব্যালটের চেয়ে স্লো। এছাড়া ভোটার উপস্থিতিও বেশি হওয়ায় রসিকের ভোটগ্রহণ রাত পর্যন্ত হয়েছে। ভোটার উপস্থিতি ব্যাপক ছিল। ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলকও হয়েছে।

 

সিইসি বলেন, তুলনামূলকভাবে ইভিএম ব্যালটের চেয়ে স্লো। এখনো লোক লাইনে দাঁড়িয়ে আছে। ৪টা পর্যন্ত ৫০ থেকে ৫৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে। মোট ভোট পড়ার হার ৬০ শতাংশের বেশি হতে পারে।

সিইসি আরও বলেন, বিএনপির ছেড়ে দেওয়া ছয়টি আসনে সিসি ক্যামেরা ব্যবহার করব কি করবো না এখনো সিদ্ধান্ত নিইনি। আমরা সাধারণত সিসি ক্যামেরা ব্যবহার করব সে সিদ্ধান্ত নিয়ে রেখেছি। তবে সিসি ক্যামেরা ব্যবহারের পক্ষে যদি যৌক্তিক কোনো কারণ না থাকে, অর্থের অপচয় হবে কিনা আমরা সে বিষয়টি মাথায় রাখব। আমরা এটি নিয়ে ফ্যাশন করতে চাচ্ছি না। এটা যেন ভোটগ্রহণকে অর্থ বহন করে, এটার যেন উপযোগিতা থাকে তা নিশ্চিত করে সিদ্ধান্ত নেব।

এর আগে, গাইবান্ধা-৫ উপ-নির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করে ব্যাপক অনিয়ম দেখতে পায় কমিশন। এরই পরিপ্রেক্ষিতে মাঝ পথে ঢাকা থেকে পুরো আসনের ভোট বন্ধ করে দেওয়া হয়। এ পদক্ষেপে বিভিন্ন মহলের প্রশংসাও পায় ইসি। তবে সরকার দলের কয়েকজন বিষয়টি নিয়ে গণমাধ্যমে বিরূপ মন্তব্য করেন।    

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন