জিবিনিউজ24ডেস্ক//
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মেট্রোরেল চালু হয়েছে। বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানী ঢাকায় এ সেবার উদ্বোধন করেন।
মেট্রো যুগে প্রবেশ করার পর বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ উপলক্ষে একটি শুভেচ্ছা বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, ‘ঢাকায় নিজেদের ইতিহাসে প্রথম মেট্রো যোগাযোগ চালু করায় বাংলাদেশকে অভিনন্দন। আমরা মরিয়ম আফিজাসহ মেট্রোরেলের ছয় নারী পরিচালককে বিশেষ ধন্যবাদ দিতে চাই।’
এদিকে বাংলাাদেশের মেট্রো সেবা চালুর বিষয়টি নিয়ে বুধবার খবর প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ। সংবাদমাধ্যমটি খবরের শিরোনামে লিখেছে, ‘বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর পেল প্রথম মেট্রোরেল’।
তারা প্রতিবেদনে তুলে ধরেছে, জাপান সরকারের অর্থায়নে এটি তৈরি করা হয়েছে। এছাড়া ঢাকার মতো শহরে মেট্রোরেলের প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়েছে।
মেট্রোরেল চালু হওয়ায় ঢাকা শহরের যানজট থেকে সাধারণ মানুষ অনেকটা স্বস্তি পাবেন। আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত চলাচলকারী যাত্রীদের এখন আর ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় জ্যামে আটকে থাকতে হবে না।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন