সমুদ্র অর্থনীতির ফলিত গবেষণা নিয়ে মতবিনিময়

সেন্ট্রাল আলবার্টা, কানাডা, ২৮ ডিসেম্বর, ২০২২  ||

বাংলাদেশ-নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্ক সম্প্রতি একটি জাতীয় আলোচনার মাধ্যমে ‘সমুদ্র অন্বেষণ: টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনের জন্য সম্ভাব্য হাতিয়ার’ বিষয়ে একটি একাডেমিক গবেষণার তথ্যানুসন্ধানের সূত্রপাত করেছে এবং আগামী ৮ জানুয়ারি ২০২৩ রাত  ৮.৩০ মিনিটে আয়োজন করেছে "কক্সবাজার জেলার সামুদ্রিক শুকনো মাছের উৎপাদন ও বিপণনের একটি বিশ্লেষণ: নীল অর্থনীতি অর্জনের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ ' বিষয়ে একটি মূল্যবান আলোচনার । বড়দিনের ছুটি উপলক্ষে কানাডা প্রবাসী লেখক, গবেষক ও সাংবাদিক, বাংলাদেশ-নর্থ আমেরিকান জার্নালিস্টস নেটওয়ার্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার জাহিদ প্রবাসী স্কলার ও পরিবেশ বিশেষজ্ঞ আশরাফুল আলম, স্টেপ টু হিউম্যানিটি এসোসিয়েশন, কানাডার সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসাইন এবং তার সহযোগী মশিউর রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করেন।

মোহাম্মদ আশরাফুল আলম, সেসোকো স্টেশন, ট্রপিক্যাল বায়োস্ফিয়ার রিসার্চ সেন্টার, ইউনিভার্সিটি অফ দ্য রিউকিয়াস, মোটোবু, ওকিনাওয়া, জাপান এর একজন গবেষণা ফেলো ছিলেন এবং নাইট্রামাইন এবং নাইট্রোসামাইন গঠন হল মিথাইলমিনের বায়ুমণ্ডলীয় অক্সিডেশনের একটি ছোট পথ: CH3NH + O2 প্রতিক্রিয়ার একটি তাত্ত্বিক গতিগত অধ্যয়ন" তার একটি উল্লেখযোগ্য গবেষণা।  তিনি জাপান, ইউরোপিয়ান ও কানাডিয়ান নানাহ অভিজ্ঞতার কথা জানান এবং বাংলাদেশে সুমুদ্র অর্থনীতির বিকাশে জার্নালিস্টস নেটওয়ার্ক কে সহযোগিতার আশ্বাস দেন.

স্টেপ টু হিউম্যানিটির সম্পাদক মোয়াজ্জেম হোসাইন বিভিন্ন দেশে তার সংগঠনের  নানাহ সেবামূলক কর্ম্মকান্ডের বর্ণনা দেন এবং বাংলাদেশে  স্বাস্থ্য খাতে কিছু প্রকল্প নেয়ার বিষয়ে  তথ্যানুসন্ধানে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

ছবিতে: বা থেকে দেলোয়ার জাহিদ, কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম, মশিউর রহমান ও কৃষিবিদ মশিউর রহমান

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন