বাম জোটকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহবান

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধা ||

গণতন্ত্রের হত্যাকারী আওয়ামী দুঃশাসন থেকে দেশ উদ্ধার করতে হবে এবং পাশাপাশি ব্যবস্থা বদলার জন্য সংগ্রাম করতে হবে। সেজন্য বাম গণতান্ত্রিক জোটকে শক্তিশালী করতে জনগণের প্রতি আহবান জানান এই জোটের নেতারা।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধা শহরের  ১নং রেল গেইটে অনুষ্ঠিত এক  সমাবেশে এসব কথা বলেন বক্তরা। তারা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নজিরবিহীন ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতায় এসে একের পর এক গণবিরুধী কর্মকান্ড করে যাচ্ছে। বিদেশে অর্থ পাচার, সর্বত্র লুটপাট, দ্রব্যমূল্যের রেকর্ড উর্ধ্বগতি জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। সেই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অগণতান্ত্রিক উপয়ে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে।  

সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বিদেশে পাচারকৃত অর্থ ফেরতসহ ১০ দফা দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, গাইবান্ধা জেলা শাখা।এ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বাসদ এর আহবায়ক গোলাম রব্বানী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ মার্কসবাদী জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ প্রমুখ। সমাবেশ পরিচলনা করেন জেলা সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদ অ্যাড. মুরাদ জামান রব্বানী প্রমুখ। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, জেলা বাসদ (মার্কসবাদী) আহবায়ক আহসানুল হাবীব সাঈদ।

পরে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে রেল গেইটে এসে শেষ হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন