২০২২ আমাকে দিলো সেরা সাফল্যগুলো: মিম

জিবিনিউজ24ডেস্ক//  

আজ (রবিবার) থেকে শুরু হয়েছে নতুন বছর-২০২৩। পুরনো বছরকে বিদায় জানিয়ে সবাই এরইমধ্যে নতুন এই বছরকে বরণ করে নিয়েছে। তবে ফেলে আসা ২০২২ সালে কারো কারো জীবনে ঘটেছে অনেক প্রাপ্তি। যা চিরদিন মনে রাখার মতো। ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের জীবনের অন্যতম সেরা বছর ছিল ২০২২। এ বছরই নতুন জীবনে পদার্পণ করেছেন এই নায়িকা। আবার তার জীবনের সবচেয়ে হিট সিনেমা ‘পরাণ’ও মুক্তি পেয়েছে এই বছরে। আর বিদায়ী বছরটাকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেছেন মিম।

তার কথায়, ‘২০২২, আমার জীবনের স্মরণীয় একটি বছর। গল্পটা এই বছরকে নিয়েই। সকাল যেমন পূর্বাভাস দেয় দিনটি কেমন যাবে, তেমনি ২০২২ এর সৌন্দর্যের কিছুটা আভাস পেয়েছিলাম বছর শুরুর কিছুদিন আগে ২০২১ এর নভেম্বরের ১০ তারিখ আমার জন্মদিনের দিন থেকে। দীর্ঘ আট বছর ধরে যাকে ভালোবাসেছি তাকেই জীবনসঙ্গী করে নিলাম। বিয়ের পর আমার জীবনের সুন্দর মূহুর্তগুলোর সঙ্গে যুক্ত হতে থাকলো একের পর এক সুসংবাদ ও আমার সাফল্য।’

বিদ্যা সিনহা মিম

মিম বলেন, “২০২২ সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো, ইউনিসেফের শুভেচ্ছাদূত হলাম, বছরের সেরা ব্লকবাস্টার হিট ফিল্ম হলো আমার অভিনীত ‘পরাণ’, মুক্তি পাওয়া অন্য ছবি ‘দামাল’-এর জন্য দর্শক ও বোদ্ধাদের এতো এতো প্রশংসা আমার বড় অর্জন, বড় প্রাপ্তি। ব্যাক্তিজীবন ও কর্মজীবনে ২০২২ আমাকে দিলো সেরা সাফল্যগুলো।”

বছর জুড়ে এমন সাফল্যের জন্য কিছু মানুষের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই তারকা, ‘আমি কৃতজ্ঞ আমার সৃষ্টিকর্তার কাছে। বাবা-মা ও ছোট বোনের কাছে, আমার সকল প্রযোজক, পরিচালক, সহশিল্পী থেকে আমার কাজের সঙ্গে সংশ্লিষ্ট সকলের কাছে। আমি ধন্যবাদ জানাই আমার ভক্তদের যাদের সাপোর্ট না পেলে আমি আজ সবার মিম হতে পারতাম না। আগামীর পথচলায় সবসময় তাদের পাশে চাই।’

নতুন বছরে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন এই নায়িকা। বলেন, ‘আগামীতে আরও ভালো ভালো কাজ উপহার দিয়ে সবার মনে ভালোবাসা বাড়াতে সবার কাছে দোয়া চাই।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন