জিবিনিউজ24ডেস্ক//
ঢাকাই সিনেমার চলতি প্রজন্মের নায়িকা জাহারা মিতু। এক সময় ক্রিকেটের অনুষ্ঠান উপস্থাপনা করতেন তিনি। সেখান থেকে এসেছেন সিনেমায়। এবার ক্রিকেটারের ভূমিকায় দেখা যাবে এই অভিনেত্রীকে।
সম্প্রতি তিনি নাম লিখিয়েছেন নারী ক্রিকেটারের গল্পের সিনেমা ‘জার্সি নম্বর ১৬’তে। সিনেমাটি নির্মাণ করবেন তারিক মুহাম্মদ হাসান। এতে মিতুর বিপরীতে থাকবেন আবু হুরায়রা তানভীর।
সিনেমাটি নিয়ে জাহারা মিতু বলেন, ‘ক্রিকেট সবসময়ই আমার ভালোবাসার একটা জায়গা জুড়ে আছে। আর এই গল্পটি গড়ে উঠেছে মূলত প্রত্যন্ত অঞ্চলের একটি মেয়ের ক্রিকেটার হওয়ার সংগ্রামকে ঘিরে।’
তিনি আরও যোগ করেন, ‘চলতি মাসেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু আমার অসুস্থতার কারণে সামনের মাস থেকে শুরু হবে। এই সিনেমায় নিজের সর্বোচ্চটা দেওয়ার জন্য প্রস্তুত আমি।’
উল্লেখ্য, জাহার মিতু ক্যারিয়ারে এ পর্যন্ত হাতেগোনা কয়েকটি সিনেমায় যুক্ত হলেও এরইমধ্যে তিনি জুটি বেঁধেছেন এপারের সুপারস্টার শাকিব খান এবং ওপারের সুপারস্টার দেবের সঙ্গে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন