বিপিএম, পিপিএম পদক পেলেন ডিএমপির ২২ কর্মকর্তা

জিবিনিউজ24ডেস্ক//  

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২২ জন কর্মকর্তাকে বিপিএম ও পিপিএম পদক দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেওয়া হয়।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ-২০২৩ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে পুলিশ বাহিনীতে কর্মরত ১১৫ জনকে বিপিএম ও পিপিএম পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

১১৫ জন পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে ডিএমপিতে কর্মরত ২২ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হন। পদক প্রাপ্তরা হলেন:

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সাহসিকতা: দু’জন

ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহিদুর রহমান ও কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ ইমরান হোসেন।

বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-সেবা: চারজন

ডিএমপির সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের উপ-পুলিশ কমিশনার আ ফ ম আল কিবরিয়া, গোয়েন্দা-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আরা জাহান, তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু নোমান।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)- সাহসিকতা: সাতজন

ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোর্শেদ আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মির্জা সালাহউদ্দিন, রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হারুন অর রশীদ, গোয়েন্দা-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মাহবুবুল হক সজীব, তেজগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মাহমুদ খান, পল্টন মডেল থানার ওসি মো. সালাহউদ্দীন মিয়া ও সিটিটিসির বোম্ব ডিসপোজাল টিমের কনস্টেবল জয়নন্দ বড়ুয়া।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা: নয়জন

ডিএমপির গোয়েন্দা-দক্ষিণ ও অ্যাডমিনের যুগ্ম-পুলিশ কমিশনার সঞ্জিত কুমার রায়, ডিবি-রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীর, সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস, ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর)-এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম, একই বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক, ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির, এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান ও ডিএমপি থেকে প্রেষণে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত এএসআই (নিরস্ত্র) মো. শফিক উদ্দিন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন