পাকিস্তান সম্পর্কে কড়া শব্দের সীমা থাকা উচিৎ নয়

gbn

জিবিনিউজ24ডেস্ক//  

কড়া ভাষায় পাকিস্তানের সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অস্ট্রিয়ার এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, পাকিস্তান সম্পর্কে কড়া শব্দ ব্যবহারের কোনো সীমা থাকা উচিৎ নয়।  

অস্ট্রিয়ার সংবাদমাধ্যম ওআরএফ-এর একজন সাংবাদিক জয়শঙ্করকে প্রশ্ন করেন, বেশ কয়েক সপ্তাহ আগে আপনি আপনার প্রতিবেশী দেশ পাকিস্তানকে বলেছিলেন সন্ত্রাসবাদের আঁতুরঘর। এটা খুব একটা কূটনৈতিক বাক্য নয় বোধহয়, তাই না? জবাবে জয়শঙ্কর বলেন, হ্যাঁ, আমি ঠিক এটাই বলেছিলাম, যদিও সেই সময় পাকিস্তানের নাম করিনি। তবে আমি একজন কূটনীতিবিদ, তার মানে তো মিথ্যুক নই! আঁতুরঘরের তুলনায় আমি অনেক কড়া শব্দ ব্যবহার করতে পারতাম। আমাদের দেশ ভারতের সঙ্গে যা ঘটছে, তার তুলনায় আঁতুরঘর তো নেহাতই কূটনৈতিক একটি শব্দ। 

জয়শঙ্করের কথায়, যখন কোনো শহরে প্রকাশ্য দিবালোকে জঙ্গি শিবির বহাল তবিয়তে বেঁচেবর্তে থাকে, তাদের পুঁজি জোগানো হয়, তখন আপনি কি বিশ্বাস করতে বলেন যে পাকিস্তান এসবের কিছুই জানে না? ইউরোপকে এই সব কাজকর্মের তীব্র নিন্দা করতে আমি তো শুনি না। 

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন