জিবিনিউজ 24 ডেস্ক //
প্রাণঘাতি করোনাভাইরাসে উত্তর কোরিয়ায় একজনও আক্রান্ত হয়নি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন। শনিবার (১০ অক্টোবর) সামরিক মহড়ায় দেওয়া ভাষণে এ দাবি করেন তিনি।
কিম বলেন, তিনি কৃতজ্ঞ যে উত্তর কোরিয়ায় ‘একজন ব্যক্তিও’ করোনায় আক্রান্ত হয়নি।
কয়েক মাস আগে দক্ষিণ কোরিয়ার কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, করোনায় আক্রান্ত সন্দেহে উত্তর কোরিয়ার এক নাগরিককে আইসোলেশনে রাখা হয়েছিল। কোয়ারেন্টিন সেন্টার থেকে বের হওয়ায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
চীনে গত ডিসেম্বরে করোনার সংক্রমণ শুরু হওয়ার জানুয়ারিতে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয় উত্তর কোরিয়া। পিয়ংইয়ং বরাবরই দাবি করে আসছে, উত্তর কোরিয়ায় করোনায় কেউ আক্রান্ত হয়নি। তবে সম্প্রতি দেশটির সরকার সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে বিবৃতি প্রকাশ বন্ধ করে দিয়েছে। বরং সংবাদমাধ্যমগুলোতে এখন করোনা প্রতিরোধের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলছে।

মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন