সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
উৎসবমুখর আয়োজনে শুরু হল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে তৃতীয়বারের মতো ‘ঢাকা মেয়র কাপ আন্ত-ওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’।
আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকাল ৪ টায় রাজধানী ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে তৃতীয়বারের মতো ‘ঢাকা মেয়র কাপ আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩’ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, প্রধান পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের এমডি ও সিইও শফিউল আজম, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাংগঠনিক সচিব ফরিদ উদ্দিন আহমদ রতন ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ মোকাদ্দেস হোসেন জাহিদ।
এবারের আয়োজনে ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টন; এই তিনটি খেলার প্রতিযোগিতা হবে। ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ড থেকে ৬৪টি দল ফুটবল খেলায়, ৫১টি দল ক্রিকেট খেলায় এবং ৬৪টি দল ব্যাডমিন্টন খেলায় অংশ নেবে। পুরো প্রতিযোগিতাটি ‘নক আউট’ পদ্ধতিতে পরিচালনা করা হবে। এবার মোট ৯টি মাঠে ফুটবল ও ক্রিকেট খেলার সব প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ইনডোর স্টেডিয়ামে ও পাঁচটি ওয়ার্ডের উন্মুক্ত স্থানে ব্যাডমিন্টন খেলাগুলো অনুষ্ঠিত হবে।
ফুটবলের কিংবদন্তি এডসন অ্যারানটিস দো নাসিমেন্ট পেলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ‘ এই ওয়ার্ল্ড কাপ ফুটবলকে সারা বিশ্বে জনপ্রিয় করে এই পর্যায়ে নিয়ে এসেছেন তিনি। সেই সাথে অার্জেটিনার অধিনায়ক মেসিকে অভিনন্দন জানাই। আমরা যে উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলাম তা আজো অবাহত রেখেছি। সেই করোনা মহামারীর শুরুতে আমরা এই খেলাধুলা চালু করি। সারা ঢাকার তরুণ ছেলে-মেয়েরা সমাদৃত করে অংশগ্রহণ করেছে। আজকে ঢাকা মোয়র কাপ একটি সফল প্রতিযোগিতায় রূপান্তরিত হয়েছে।এখন ঢাকার ছেলেরা অপেক্ষা করে কবে মেয়র কাপ শুরু হবে আর কবে আমরা অংশগ্রহন করবো প্রতিযোগিতায়। "
অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফী, সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, প্রধান পৃষ্ঠপোষক মধুমতি ব্যাংকের এমডি ও সিইও শফিউল আজম, দক্ষিণ সিটির ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মোকাদ্দেস হোসেন জাহিদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় অন্যান্যের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনের সাধারন আসনের কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুস্থানের পর ৩৫ নম্বর ওয়ার্ড ও ৫২ নম্বর ওয়ার্ডের মধ্যকার উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ে ৪-০ গোলে শেষ হয়। খেলায় ৩৫ নম্বর ওয়ার্ড বিজয় লাভ করে।
উদ্বোধনী খেলার পর লেজার শো ও আতশবাজির আলোয় উৎসবমুখর হয়ে ওঠে সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামসহ পুরো এলাকা। এরপর শুরু হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী ফাতিমা তুয যাহরা ঐশী ও ডি রকস্টার খ্যাত গায়ক শুভর জমকালো সঙ্গীত পরিবেশনা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন