আরশদীপের নো বলের হ্যাটট্রিক নিয়ে হার্দিকের ক্ষোভ

জিবিনিউজ24ডেস্ক//  

আন্তর্জাতিক ক্রিকেটে নো বল করা অপরাধ। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে আরশদীপকে।

শ্রীলঙ্কার কাছে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে হারের পর এভাবে কথাগুলো বললেন ভারতের অধিনায়ক হার্দিক পান্ডে।  

হার্দিক কিছুটা হলেও হারের দায় চাপিয়েছেন আরশদীপের ওপর। তিনি বলেছেন, আগেও আরশদীপ অনেক নো বল করেছে। আন্তর্জাতিক ক্রিকেটে নো বল একটা অপরাধ। সেটা ওকে বুঝতে হবে। নিজের ভুল থেকে শিক্ষা নিতে হবে। তবেই ও ভাল বল করতে পারবে। 

ম্যাচে ২ ওভারে পাঁচটি নো বল করেন আরশদীপ। তার মধ্যে নো বলের হ্যাটট্রিকও রয়েছে। এর জন্য একটি উইকেটও পাননি তিনি। তার এই খারাপ বোলিংয়ের খেসারত দিতে হয় ভারতীয় দলকে। আরশদীপ ভারতের প্রথম বোলার যিনি নো বলের হ্যাটট্রিক করলেন।

বোলিংয়ের সঙ্গে ব্যাটিংও খারাপ হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন হার্দিক। তিনি বলেছেন, বোলিংয়ের শুরুটা ভালো হয়নি আমাদের। ব্যাট হাতেও শুরুটা খারাপ হয়েছে। পাওয়ার প্লে-তে ভালো খেলতে পারিনি। তবে খেলায় একটা দিন ভালো-খারাপ হতেই পারে। আমরা নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করব। 

অবশ্য সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেলের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন হার্দিক। তাদের বিষয়ে হার্দিক বলেন, শেষ পর্যন্ত আমরা খেলায় ছিলাম। তার জন্য সূর্য, অক্ষরদের ধন্যবাদ। আশা করছি পরের ম্যাচে আমরা সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারব। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন