আফগানিস্তানে ২৫ জনকে হত্যার কথা স্বীকার প্রিন্স হ্যারির

জিবিনিউজ24ডেস্ক//  

যুক্তরাজ্যের আলোচিত প্রিন্স হ্যারি জানিয়েছেন, সেনাবাহিনীর হয়ে কাজ করার সময় আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছেন তিনি।

নিজের আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ারে’ এমন তথ্য জানিয়েছেন হ্যারি। তিনি ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে ১০ বছর কাজ করেছেন। এই সময়ের মধ্যে দু’বার আফগানিস্তানে কথিত জঙ্গিবাদ বিরোধী মিশনে গিয়েছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, আফগানিস্তানে মানুষ হত্যার ব্যাপারে প্রিন্স হ্যারি আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ারে’ জানিয়েছেন, তিনি আপাচি হেলিকপ্টারের পাইলট ছিলেন। পাইলট হিসেবে ছয়টি অভিযান পরিচালনা করেছিলেন। ওই অভিযানে ‘মানুষ নিহত’ হওয়ার ঘটনা ঘটে।

তবে হ্যারি তার বইয়ে জানিয়েছেন, ওই ২৫ জনকে তার কাছে মানুষ মনে হয় না। এর বদলে তাদের ‘দাবার গুটি’ মনে হয়। যাদের তিনি দাবার বোর্ড থেকে সরিয়ে দিয়েছেন।

মানুষ হত্যার বিষয়ে হ্যারি তার বইয়ে বলেছেন, ‘এটি এমন একটি সংখ্যা নয় যেটি আমাকে প্রশান্তি দেয়। তবে এটি আবার আমাকে বিব্রতও করে না।’

হেলিকপ্টারের হামলায় নিহত হওয়া সবাই তালেবানের যোদ্ধা ছিলেন বলে দাবি করেন হ্যারি।

এর আগে ২০১৩ সালে ব্রিটিশ রাজপরিবারের এ উত্তরাধীকারী জানিয়েছিলেন, তিনি যখন আফগানিস্তানে গিয়েছিলেন তখন মানুষ হত্যা করেছিলেন। তবে এবারই প্রথমবারের মতো প্রকাশ করলেন ঠিক কতজনকে হত্যা করেছেন।

এদিকে প্রিন্স হ্যারি তার এ বইয়ে আরেকটি বিস্ফোরক ঘটনার কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, তার বড় ভাই ও সিংহাসনের পরবর্তী উত্তরাধীকারী প্রিন্স উইলিয়াম তাকে জামার কলার ধরে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছিলেন। মূলত প্রিন্স হ্যারির মার্কিন অভিনেত্রী স্ত্রী মেগান মের্কেলকে নিয়ে দুই ভাইয়ের মধ্যে মারামারি ঘটনা ঘটেছিল। প্রিন্স হ্যারি ও ব্রিটিশ রাজপরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও মেগানকে নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন