সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
'ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ'- প্রতিপাদ্যকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করে উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
আজ শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এর নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ, মৎস্য ভবন, প্রেস ক্লাব, পুরান পল্টন মোড়, নূর হোসেন চত্বর (জিরো পয়েন্ট) হয়ে বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।
এতে অংশ নেন সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন ও সাধারন সম্পাদক তানভির হাসান সৈকত, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন হলের নেতাকর্মী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ শাখা, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ শাখা , গভর্নমেন্ট কলেজ অব এপ্লাইড হিউম্যান সাইল শাখা, ঢাকা মেডিকেল কলেজ্, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ্, জাহাঙ্গীরনগর বিবিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়্, সলিমুল্লাহ মেডিকেল্, সোহরাওয়ার্দী মেডিকেল, মুগদা মেডিকেল, সম্মিলিত চিকিৎসা বিজ্ঞান জেলা, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, তিতুমীর কলেজ, বাংলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, আবুজর গিফারী কলেজ, হাবিবুল্লাহ বাহার কলেজ, ঢাকা আইন জেলা, ঢাকা জেলা উত্তর, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগ।
এর আগে দুপুর সোয়া ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে শোভাযাত্রার মঞ্চে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে ছাত্রলীগের সাংস্কৃতিক ইউনিটের পরিবেশনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন।
উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, "রাজনীতি হলো কমিটমেন্টের বিষয়। কমিটমেন্ট থাকলে আপনার সফলতা আসবে, মূল্যায়ন একদিন হবেই।’
নতুন নেতৃত্বকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ছাত্রলীগের যাদের ওপর নতুন দায়িত্ব, যাদের হাতে পতাকা, আপনারা অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দায়িত্ব পালন করবেন। পূর্ণাঙ্গ কমিটি করতে যেন বিলম্ব না হয়, সে বিষয়ে খেয়াল রাখতে হবে।"
বক্তব্য দেওয়ার পর তিনি শোভাযাত্রার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত, সদ্য সাবেক বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি অাল-নাহিয়ান খান জয় ও সাবেক সাধারন সম্পাদক লেখক ভট্রাচার্যসহ বেশ কয়েকজন সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
অানন্দ শোভাযাত্রার সমাপ্তিস্থলে নেতাকর্মী-সমর্থকদের ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, "ছাত্রলীগ মচকালেও ঘুরে দাঁড়াতে জানে।"
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন