জিবিনিউজ 24 ডেস্ক //
পুত্র সন্তানের মা হলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার (৯ অক্টোবর) মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে ছেলের জন্ম দেন নায়িকা। এ সুখবর ইনস্টাগ্রামে শেয়ার করেন তার স্বামী অভিনেতা কুণাল বর্মা।
বাংলা ছবির পাশাপাশি হিন্দি টেলিভিশন জগতের পরিচিত নাম পূজা। ‘জগত জননী মা বৈষ্ণদেবী’ সিরিয়ালে অভিনয় করছিলেন পূজা, তবে মে মাসে ব্যক্তিগত কারণের জন্য শো ছেড়ে বেরিয়ে আসেন তিনি। সপ্তাহখানেকের মধ্যেই মা হতে চলার সুখবর জানান অভিনেত্রী।
মা ও ছেলে সুস্থ রয়েছেন জানিয়েছেন কুণাল। তিনি এক সাক্ষাৎকারে জানান, পূজা এবং আমি দু’জনেই দারুণ খুশি। পূজা যখন ছেলের জন্ম দেয়, আমি অপারেশন থিয়েটারে ওর পাশেই ছিলাম। ওরা দু’জনে সুস্থ আছে। আমি ইশ্বরের কাছে কৃতজ্ঞ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন