প্রতি ম্যাচে অধিনায়ক বদলের সিদ্ধান্তে অবাক এবাদত

  জিবিনিউজ24ডেস্ক//  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শনিবারের খেলায় ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে টস করতে আসেন মেহেদী হাসান মিরাজ। এসময় উপস্থিত দর্শক-সমর্থকরা সবাই একটু অবাকই হয়ে গেল। কেননা অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানকে না দেখে মিরাজকে টস করতে দেখে। পরবর্তীতে বরিশালের টিম ম্যানেজার থেকে জানা গেল প্রতি ম্যাচেই বদলাবে বরিশালের অধিনায়ক।

সংবাদমাধ্যমকে দলের পক্ষ থেকে ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন বলেছেন, ‘ম্যাচ বাই ম্যাচ ঠিক করা হবে, কে হবেন অধিনায়ক।’ ফলে প্রতি ম্যাচের আগে তারা তাদের অধিনায়ক ঠিক করবে।

অবশ্য সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন পেসার এবাদত হোসেন। তার কাছে জানতে চাওয়া হয় ম্যাচ বাই ম্যাচ অধিনায়ক বদলের কথা। বরিশালের এই পেসার খানিকটা অবাক হয়ে জানালেন, ‘না, ম্যাচ বাই ম্যাচ ক্যাপ্টেন্সি এটা কে বললো! টিম থেকে ডিক্লেয়ার হয়েছে? তাই নাকি? এটা টিম ম্যানেজমেন্ট যদি বলে থাকে আমি তো টিম ম্যানেজমেন্টের না, আমি প্লেয়ার (হাসি)। আমার জানার কথা না।’

এদিকে মিরাজকে কখন অধিনায়ক করা হয় সে প্রশ্নের উত্তরে এবাদত বললেন, ‘মিরাজ অধিনায়ক হবে কখন জেনেছি! আমরা জেনেছি যখন টিম মিটিং হয়েছে তখন।’

এবাদতের কাছে মিরাজের মাঠের অধিনায়কত্ব সম্পর্ক জানতে চাইলে এবাদত বলেন, ‘ওখানে কম্বিনেশন ছিল ক্যাপ্টেন্সিতে (হাসি)। যে মিরাজ ও সাকিব ভাই দু’জনেই সিদ্ধান্ত নিয়েছিল। দেখেন আমাদের দলে বোলার অনেক আলহামদুলিল্লাহ। এটা ভালো দিক, দু’জন মিলেই সিদ্ধান্ত (বোলিং চেঞ্জ) নিয়েছে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন