কিয়ারার গালে বরুণের আকস্মিক চুমু, রেগে আগুন সিদ্ধার্থ

  জিবিনিউজ24ডেস্ক//  

কয়েকদিন বাদেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সিদ্ধার্থ মালহোত্র ও কিয়ারা আদভানি। পর্দায় বেশিরভাগ সময় ঘরোয়া, শান্তস্বভাবেই দেখা গিয়েছে কিয়ারাকে। অন্যদিকে পর্দায় একেবারে নায়কোচিত রূপেই ধরা দিয়েছেন সিদ্ধার্থ। সিনেমার সেট থেকেই তাদের প্রেম শুরু। খুব শিগগিরই বিয়ে বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তারা। বলিউডের অন্যতম মিষ্টি যুগল হিসেবে নামডাকও রয়েছে তাদের। কিন্তু একবার কিয়ারার ওপর নাকি বেজায় চটেছিলেন সিদ্ধার্থ। যার নেপথ্যে ছিল আরেক বলিউড তারকা বরুণ ধাওয়ান। 

কিয়ারার গালে আকস্মিক চুমু দিয়ে বসেন বরুণ। একটি পত্রিকার শুটিংয়ের সময় এমন কাণ্ড ঘটান বরুণ। পরিচালক অ্যাকশন বলার আগেই কিয়ারার গালে চুম্বন বরুণের। কথাটা কানে যায় সিদ্ধার্থের। তাতেই কিয়ারার ওপর নাকি বেজায় ক্ষুব্ধ হন তিনি। দু’জনের মধ্যে এ নিয়ে ঝগড়াও হয়। যদিও সিদ্ধার্থ-কিয়ারার ঘনিষ্ঠদের মতে, দু’জনের মধ্যে বোঝাপড়া অসম্ভব ভালো। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধাশীল তারা।

প্রসঙ্গত, এই মুহূর্তে বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত সিদ্ধার্থ-কিয়ারা। অতিথিদের তালিকাও জোরকদমে তৈরি হচ্ছে বলে জানা গেছে। বলিউড পাড়ায় গুঞ্জন, করন জোহর, ক্যাটরিনা কাইফ, ভিকি কুশল, রকুলপ্রীত সিংহ, বরুণ ধাওয়ান- আমন্ত্রিতের তালিকাজুড়ে চাঁদের হাট। 

এছাড়াও এই জুটির ঘনিষ্ঠ প্রযোজক ও ইন্ডাস্ট্রির অন্যান্য সতীর্থও বিয়েতে উপস্থিত থাকবেন। 

প্রসঙ্গত, ২০১৮ সালে, ‘লাস্ট স্টোরি’ ছবির সেটে প্রথম দেখা সিদ্ধার্থ-কিয়ারার। তারপর ‘শেরশাহ’ ছবিতে জুটি বাঁধতে দেখা যায় এই দুই তারকাকে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন