সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
“এ বয়স জানে রক্তদানের পুণ্য” ও 'ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ - প্রতিপাদ্যকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করে উপমহাদেশের সর্ববৃহৎ ও প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
আজ সোমবার (৯ জানুয়ারি) সকাল ৯টায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান, রক্তের গ্রুপ নির্ণয়, সংগৃহীত রক্ত বিতরণ, হেলথ ক্যাম্প ও দুপুর সাড়ে ১২ টায় ‘বাংলাদেশ ছাত্রলীগঃ মানবতায় অগ্রদূত' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো: জামাল উদ্দিন চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা.মো: কামরুল হাসান মিলন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা: নুজহাত চৌধুরী।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্য সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইমরান জমাদ্দার, সাবেক উপ স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক সম্পাদক ডা: জেরিন শিকদার, মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মোঃ আল আমিন ও সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম ফুয়াদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মজনু মিয়া ও সাধারণ সম্পাদক মোঃ মাইদুল ইসলাম নাইম, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌরভ ঘোষ ও সাধারণ সম্পাদক আল আসিফ দিহান খান, মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সাইয়েদ শরিফুল আলম মাহিন ও সাধারণ সম্পাদক শাহ আহমেদ নুসায়ের, ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মিজানুর রহমান সুমন ও সাধারণ সম্পাদক আশিক হাসান স্বাগত, বেসরকারি চিকিৎসা বিজ্ঞান জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ।
ছাত্রলীগের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির সর্বাঙ্গীণ সফলতা কামনা করে সাদ্দাম হোসেন ও শেখ ইনানকে অভিনন্দন জানিয়ে ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, "ছাত্রলীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস, ছাত্রলীগের ইতিহাস মানে বঙ্গবন্ধুর ইতিহাস। অামি সরাসরি বঙ্গবন্ধুকে অবলোকন করেছি। তিনি এদেশকে সোনার বাংলায় পরিণত করতে চেয়েছিলেন। কিন্তু মাত্র সাড়ে তিন বছরে সেটা সম্ভব ছিলো না। বিএনপিসহ অন্যান্য দল ক্ষমতায় এসে মানুষকে ভুল ইতিহাস বুঝাতে চাইলেও সত্য চাপা থাকেনি। শেখ হাসিনার নেতৃত্বে মানুষ এখন প্রকৃত ইতিহাস জানে, জাতির পিতার ইতিহাস জানে। শেখ হাসিনা সেই দীর্ঘ ২১ বছরের দীর্ঘ প্রতীক্ষার পরে দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এখন পর্যন্ত সফলতার সাথে দেশ পরিচালনা করছেন। বঙ্গবন্ধুর মৃত্যুর পর এই ছাত্রলীগ তাঁর হত্যার প্রতিশোধ নেয়ার জন্য চেষ্টা করেছিল।"
ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, ‘বাংলাদেশের জনগণ শেখ হাসিনার কাছে অাজো ঋণী। আওয়ামী সরকার ৯২ ভাগ মানুষকে বিনামূল্যে কোভিড টিকা দিয়েছে। গবেষণাধর্মী চিকিৎসা ব্যবস্থা চালু, জেলায় জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্লিনিকের মান উন্নয়নের চেষ্টা করছে। আমাদের মেডিক্যাল কলেজের মানের জন্য অন্যান্য দেশ থেকেও ছাত্রছাত্রীরা পড়তে আসছে। শেখ হাসিনা রোহিঙ্গাদের নাগরিকত্ব আদায়ের চেষ্টা করছে। ফিলিস্তিনের মানুষের পাশে দাড়িয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে যার যার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টায় সামনে এগিয়ে আসতে হবে।"
প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানের দুর্ঘটনা প্রসঙ্গে দুঃখপ্রকাশ করে তিনি বলেন, ‘এটা একটা দুর্ঘটনা ছিলো। তবে আমরা তাৎক্ষণিক উঠে দাড়িয়েছি। একটি দল এটাকে পুঞ্জি করে রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করেছে, কিন্তু তারা ব্যার্থ হয়েছে। আমরা আমাদের শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে শেষ করেছি।’
ছাত্রলীগে সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, ‘আজকে সারাদিনের এই ক্যাম্পে ৫০০ ব্যাগ রক্ত সংরক্ষণের টার্গেট রয়েছে। এই রক্ত আগামী ৭ দিন ঢাকার ৫টি মেডিকেল কলেজে সংরক্ষিত থাকবে। সেখান থেকে যে কেউ বিনামূল্যে রক্ত সংগ্রহ করতে পারবে। সারাবছর বিভিন্ন কর্মসূচিতে ছাত্রলীগ অন্তত দুই হাজার ব্যাগ রক্ত কালেকশন করার পরিকল্পনা করেছে।’
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন মেডিকেল অ্যাসোসিয়েশন এর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সভাপতি ডা. মো. জামাল উদ্দিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব ডা. মো. কামরুল হাসান মিলন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ নুজহাত চৌধুরী প্রমূখ।
কর্মসূচির শেষাংশে রক্তদাতাদের মাঝে অানুষঠানিক ভাবে ক্রেষ্ট তুলে দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী অাশিফ ইনান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন