জিবিনিউজ24ডেস্ক//
আজ থেকে তিন বছর আগে এক সমীক্ষায় প্রকাশিত হয়েছিল ভারতের গঢ়ওয়াল হিমালয়ের জোশীমঠ এবং এর আশপাশের এলাকা ধীরে ধীরে মাটিতে তলিয়ে যাচ্ছে। যার হার বছরে প্রায় আড়াই ইঞ্চি (সাড়ে ৬ সেন্টিমিটার)। ফলে সেখানে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) দেহরাদূনের সরকারি সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এর সে সমীক্ষার রিপোর্টটি প্রকাশ্যে এনেছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম। নরেন্দ্র মোদীর সরকার জোশীমঠের সমীক্ষার প্রাথমিক ফলটি দেখে সময়মত তৎপর হলে আজ বিপর্যয়ের মুখোমুখি হতে হতো না বলেও দাবি করছেন বিশেষজ্ঞরা।
২০২০ সালের মার্চ থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত উপগ্রহচিত্র বিশ্লেষণ করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব রিমোট সেন্সিং-এর রিপোর্ট জানাচ্ছে, ওই সময় জোশীমঠ ও আশপাশের এলাকার পাহাড়ে অনেক ফাটল দেখা গিয়েছিল। কিন্তু এরপরেও কেন্দ্রীয় সংস্থা এনটিপিসির তপোবন জলবিদ্যুৎ প্রকল্পের উদ্দেশে সুরঙ্গ খোঁড়ার পাশাপাশি পাহাড়ের ভেতরে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার কার্যক্রম বন্ধ করেনি। এছাড়া মোদীর স্বপ্নের চারধাম প্রকল্পে পাহাড় কেটে রাস্তা তৈরির কার্যক্রমও চলমান রয়েছে। যার পরিণতিতে বিপর্যয়ের মুখে পড়েছে বদ্রীধামের প্রবেশদ্বার।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন