জিবিনিউজ24ডেস্ক//
ঢাকার ভ্যাটিকান দূতাবাসে সাবেক পোপ ষোড়শ বেনেডিক্টেরের জন্য রাখা শোক বইয়ে সই করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার (১১ জানুয়ারি) ভ্যাটিকান দূতাবাস পরিদর্শনে গিয়ে শোক বইয়ে সই করেন তিনি।
শোক বইয়ে ড. মোমেন লিখেছেন, আমরা পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্ট সারাবিশ্বে শান্তি, উন্নয়ন ও মানবাধিকার প্রচারে তার অক্লান্ত সাধনার জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার নির্দেশনায় বাংলাদেশের ক্যাথলিক সম্প্রদায় শিক্ষা ও সামাজিক সেবার প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতি ও মানবাধিকার রক্ষায় পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের শিক্ষাকে সমুন্নত রাখবে।
মোমেন বিশ্বজুড়ে ক্যাথলিক বিশ্বাসীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান, যাদের জীবন পোপ ইমেরিটাস ষোড়শ বেনেডিক্টের আধ্যাত্মিক শিক্ষা দ্বারা সমৃদ্ধ হয়েছে।
গত ৩১ ডিসেম্বর মারা যান খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাবেক ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন