জিবিনিউজ24ডেস্ক//
ক্যারিয়ারে অসংখ্য অভিনেতার সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। পর্দায় প্রসেনজিৎ চ্যাটার্জির সঙ্গে তার রসায়নটা বেশ জমে। নতুন বছরে প্রসেনজিতের সঙ্গে ফের জুটি বাঁধার ইঙ্গিত দিয়েছেন ঋতুপর্ণা। তবে কবে নাগাদ সিনেমার কাজ শুরু হবে কিংবা মুক্তি পাবে এ নিয়ে খোলাসা করে কিছু জানাননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রসেনজিতের সঙ্গে সিনেমার ব্যাপারে ঋতুপর্ণাকে প্রশ্ন রাখা হয়। উত্তরে ঋতুপর্ণা জানিয়েছেন, নতুন বছরে দারুণ কিছু উপহার দেবেন ভক্তদের।
ঋতুপর্ণা বলেন, নতুন বছরে প্রসেনজিৎ-ঋতুপর্ণা বাংলা ছবির দর্শকদের জন্য নতুন খবর নিয়ে আসবে।
এদিকে পরিচালক অরিন্দম শীলের ‘মায়াকুমারী’র বৈবাহিক জীবন নিয়ে বলতে গিয়ে নিজের জীবনের কথা বলেছেন টালিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। এছাড়া বিভিন্ন সময় টালিউড ইন্ডাস্ট্রিতে বেশ লড়াই করতে হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এত কাজ ও সাফল্যের পরও নতুন বছরে সুপারহিট ছবির জন্য মুখিয়ে আছেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন