ভুল ইংরেজি বলে হাসির খোরাক শুভশ্রী

 জিবিনিউজ24ডেস্ক//  

তারকারা সবসময় সমালোচকদের নিশানায় থাকেন। পান থেকে চুন খসলেই বিপদ— ধেয়ে আসে সমালোচনা, কটাক্ষ। এই যেমন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘হকি ওয়ার্ল্ড কাপ’ উপলক্ষে ভারতীয় পুরুষ হকি টিমকে শুভেচ্ছা জানাতে গিয়েই পড়লেন বিপাকে। ভুল ইংরেজি বলে হাসির খোরাক হলেন অভিনেত্রী।

শুভশ্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এক ভিডিও বার্তা শেয়ার করেন। সেখানে তাকে ওয়ার্ল্ড কাপের জায়গায় ‘ওয়ার্ল্ডস কাপস’ বলতে শোনা যায়। আর তাতেই বেজায় ট্রোলড হলেন অভিনেত্রী। উচ্চারণে এমন ভুল দেখেই হেসে খুন অনেকে।

কেউ বলছেন, ‘ইংরেজি বলতেই হবে? ভুলভাল বলতে হলে, কী দরকার ইংরেজি বলার?’ আবার কারো টিপ্পনি, ‘ওয়ার্ল্ডস কাপটা কী আবার? ভগবান, ইংরেজি বলতে না পারলে কেন বলেন?’ আবার কেউ তো উপদেশও দিলেন, ‘বাংলায় বলুন। লজ্জা পাওয়ার দরকার নেই।’

এদিন শুধু যে শুভশ্রীর ইংরেজি নিয়ে হাসিঠাট্টা করেছেন এমন নয়। কটূ কথা শুনতে হয়েছে তার ঠোঁট নিয়েও। কেউ বলেন, ‘এটা কি ধরনের সার্জারি’। আবার কেউ বললেন, ‘আপানার সাজার কোনো শ্রী নেই।’

তবে এই প্রথম নয়। এর আগেও নিজের ইংরেজির কারণে ট্রোলড হয়েছিলেন তিনি। মাঝেমধ্যেই ছেলে ইউভানের সঙ্গে ইংরেজিতে কথা বলতে গিয়েও হাসির খোরাক হতে হয় তাকে।

উল্লেখ্য, ‘ইন্দুবালা ভাতের হোটেল’ থেকে ‘ডক্টর বক্সী’ শুভশ্রীর ঝুলিতে রয়েছে একাধিক কাজ। স্বামী রাজ চক্রবর্তীর ‘প্রলয় আসছে’তে সহ-প্রযোজকের ভুমিকায় থাকছেন ‘পরিণীতা’ খ্যাত অভিনেত্রী।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন