জিবিনিউজ24ডেস্ক//
এক দিনের সিরিজে পাকিস্তানকে হারিয়েছে নিউজিল্যান্ড। আগামী ১৮ জানুয়ারি থেকে ভারতের বিরুদ্ধে তাদের সিরিজ শুরু হচ্ছে। তার আগে আত্মবিশ্বাসী হয়ে খেলতে আসছে কেন উইলিয়ামসনের দল।
শুক্রবার করাচিতে নিউজিল্যান্ড জিতেছে ২ উইকেটে। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৮০ রান তোলে পাকিস্তান। জবাবে ২ উইকেট বাকি থাকতেই জেতে নিউজিল্যান্ড।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। শুরুতেই ফিরে যান শান মাসুদ। বাবর নিজেও চার রানের বেশি করতে পারেননি। তার ওপর, সিরিজের তিনটি ম্যাচেই স্টাম্প আউট হলেন তিনি। তবে প্রাথমিক ধস সামাল দেন ওপেনার ফখর জমান এবং রিজওয়ান জুটি। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েন তারা।
৭৭ রানে রিজওয়ান আউট হয়ে গেলেও ফখর খেলতে থাকেন। শতরান করে আউট হন পাকিস্তানের ওপেনার। এর পরে পাকিস্তানের ইনিংসকে টেনে নিয়ে যান আঘা সালমান। তিনি ৪৫ রান করেন। নির্ধারিত ৫০ ওভারে ২৮০ তোলে পাকিস্তান।
রান তাড়া করতে নেমে কিউয়ি ওপেনার ফিন অ্যালেন ২৫ রানে ফিরে গেলেও নিউজিচল্যান্ডের ইনিংস টানতে থাকেন ডেভন কনওয়ে এবং কেন উইলিয়ামসন। দু’জনেই অর্ধশতরান করেন। তারপরে ড্যারিল মিচেল ৩১ রান করেন। এর পর অবশ্য কিছুটা চাপে পড়তে হয় নিউজিল্যান্ডকে।
এক সময় মনে হচ্ছিল ম্যাচ তাদের হাতের বাইরে চলে যাবে। সেখান থেকে দলকে বাঁচান গ্লেন ফিলিপস। ৪২ বলে ৬৩ রানের মারকুটে ইনিংস খেলে দলকে জিতিয়ে দেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন