ভারতের মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর

gbn

জিবিনিউজ24ডেস্ক// 

ভারতে মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর শোনাল দেশটির মেট্রোরেল কর্তৃপক্ষ। এবার মেট্রোতে দেখা যাবে সিনেমা, খবর, গান, জনপ্রিয় গেম শো, গুরুত্বপূর্ণ ঘোষণাসহ নানা ধরনের অনুষ্ঠান। 

শুক্রবার ভারতের মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, শিগগির মেট্রোর সব এসি রেকে বসতে চলেছে এলইডি স্ক্রিন। বলা যায়, এবার টিভির পর্দায় চোখ রেখে যাত্রীরা পৌঁছে যাবেন গন্তব্যস্থলে। যাত্রীদের সুখকর যাত্রার পাশাপাশি বিজ্ঞাপনের মাধ্যমে অতিরিক্ত আয়ের মুখ দেখবে বলেও আশাবাদী মেট্রো রেল।

শুক্রবার এ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গেছে, এক বছরের জন্য চুক্তি করেছেন তারা। প্রতিটি ট্রেনের কোচে দু’টি করে এলইডি স্ক্রিন বসবে। অর্থাৎ ১৬টি কামরায় মোট ৩২টি এলইডি থাকবে। 

প্রসঙ্গত, এত দিন অ্যাড্রেস সিস্টেম থেকে শুধুমাত্র জরুরি ঘোষণা বা পরবর্তী স্টেশনের নাম শোনা যেত। পাশাপাশি, মেট্রো স্টেশনে দাঁড়িয়ে নির্দিষ্ট চ্যানেল দেখা যেত। এবার মেট্রোতে এলইডি স্ক্রিন বসালে যাত্রীরা আনন্দিত হবেন বলে মনে করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। শুধুমাত্র আর কিছু দিনের অপেক্ষা।

gbn

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন