মৌলভীবাজারে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) ৬৮২তম ওরুস আজ

মৌলভীবাজার প্রতিনিধি \ ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহি (র:) -এর ৬৮২ তম ওরুস মোবারক ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। প্রতি বছরের বাংলা সনের ১লা মাঘ এই ওরুস অনুষ্ঠিত হয়ে থাকে।
উরুস উদযাপন কমিটি সূত্রে জানা গেছে, গতকাল শনিবার ১৪ জানুয়ারি বাদ আসর মিলাদ মাহফিল, গরু জবেহ ও বাদ এশা জিকির আছকার অনুষ্ঠিত হবে দরগাহ প্রাঙ্গণে। পরের দিন রোববার ১৫ জানুয়ারি সকাল ৯টায় মাজারে গিলাফ চড়ানো, বাদ জোহর শিরনী বিতরণ এবং বাদ এশা আখেরি মোনাজাতের মাধ্যমে দুই দিনব্যাপী ওরসের কার্যক্রম শেষ হবে।
উরুসকে ঘিরে শাহ মোস্তফা সড়কসহ আশপাশের প্রায় দুই কিলোমিটার এলাকা জুড়ে মেলায় দোকান বসে। বিরাজ করে উৎসবের আমেজ। মেলায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর পাশাপাশি কুটির শিল্প সামগ্রী, শিশুদের নানা ধরনের খেলনা ও খাবারের দোকান বসে। উরুস উপলক্ষ্যে দরগাহ প্রাঙ্গণসহ আশপাশের এলাকা জুড়ে দুই থেকে তিনদিন আগে থেকেই মেলার আয়োজন করা হয়ে থাকে।
ওরস ও মেলাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভক্ত অনুরাগীরা ও মেলায় আসা দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রশাসন ও মাজার পরিচালনা কমিটির পক্ষ থেকে মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার বসানো হবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মেলায় নানা সামগ্রী নিয়ে আসেন দোকানিরা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন