চীনকে মোকাবিলায় পরাশক্তিদের এক হতে হবে : জাপানি প্রধানমন্ত্রী

জিবিনিউজ24ডেস্ক//  

চীনকে মোকাবিলায় জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পরাশক্তি দেশগুলোকে ঐকবধ্য হয়ে কাজ করতে হবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে স্থানীয় সময় শুক্রবার একটি অনুষ্ঠানে এমন কথা বলেছেন তিনি।

চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবেলায় এক হয়ে কাজ না করে কোনো উপায় নেই বলে জানিয়েছেন ফুমিও কিশিদা। তিনি বলেছেন, ‘চীনের সঙ্গে থাকা সম্পর্ক নিয়ে অবশ্যই জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে এক হতে হবে।’

এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েও কথা বলেছেন কিশিদা। তিনি বলেছেন, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর স্নায়ু যুদ্ধ পরবর্তী সময়ের স্থিতিশীলতা ‘পুরোপুরি শেষ হয়ে গেছে।’ এখন ইউক্রেনে চলমান রাশিয়ার আগ্রাসনকে যদি ‘বাধা না দেওয়া হয়’ তাহলে বিশ্বের যে কোনো প্রান্তে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ থেকে এশিয়াও বাদ যাবে না।

এ ব্যাপারে জাপানি প্রধানমন্ত্রী বলেছেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় কঠিন মুহূর্তে আছে। যে মুক্ত, স্থিতিশীল আন্তর্জাতিক স্থিতিশীলতা ধরে রাখার জন্য আমরা সর্বোচ্চটা দিচ্ছি সেটি ঝুঁকির মধ্যে রয়েছে।’

তিনি আরও বলেছেন, ‘আমরা কখনো বর্তমান অবস্থার পরিবর্তন হতে দেব না। আমরা এর বিরুদ্ধে আরও শক্ত অবস্থান নেব।’

বিরোধপূর্ণ পূর্ব চীন সাগরের সেনকাকু দ্বীপপুঞ্জে চীনের নৌবাহিনীর গতিবিধি নিয়েও কথা বলেছেন জাপানি প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, এগুলো সহ্য করা হবে না। এছাড়া গত বছর চীনের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র জাপান সাগরে পড়ার তীব্র সমালোচনা করেছেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন