মাঝ আকাশে হঠাৎ অসুস্থ বৃদ্ধ যাত্রী, প্লেনের জরুরি অবতরণ

 জিবিনিউজ24ডেস্ক//

ভারতের মাদুরাই থেকে দিল্লিগামী ইন্ডিগোর প্লেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এক বৃদ্ধ যাত্রী। দ্রুত ইন্দোর বিমানবন্দরে জরুরি অবতরণ করা হলেও তাকে বাঁচানো হয়নি। প্লেনেই তার মৃত্যু হয়েছে।

ইন্দোরের দেবী অহিল্যাবাই হোল্কার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরই ৬০ বছর বয়সী অতুল গুপ্তকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে তার। ওই ফ্লাইটের এক সহযাত্রী জানান, অতুল উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। প্লেনেই মুখ থেকে রক্ত বের হয়ে আসে তার। শারীরিক অবস্থার অবনতি হয় দ্রুতই। সম্ভবত তখনই প্রাণ হারান তিনি।

পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তি নয়ডার বাসিন্দা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন