মৌলভীবাজারে পলিসি ফোরামের মাসিক সভা 

মৌলভীবাজার প্রতিনিধি \ জেলা পলিসি ফোরামের আয়োজনে পি,ফর ডি প্রকল্পের আওতায় বৃটিশ কাউন্সিল ও ইউরোপিয় ই্উনিয়ন,বাংলাদেশ মন্ত্রি পরিষদ বিভাগের সহযোগিতায় নিয়মিত ডিসেম্বর/২২ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল (১৫ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে জেলা পলিসি ফোরামের আয়োজনে ম্যাক বাংলাদেশের কার্যালয়ের হল রুমে মাসিক সভা অনুষ্ঠিত হয়। 
নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে এবং সম্পাদক পরিতোষ দেব এর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন পি,ফর ডি প্রকল্পের সিলেট বিভাগের রিজিন্যাল কো-অডিনেটর (আর,সি) আলমগীর মিয়া ও ডিষ্ট্রিক ফ্যাসিলেটর আকলিমা চৌধুরী,জেলা পলিসি ফোরামের সহ-সভাপতি নাজমা বেগম ।
অনুষ্ঠানে জেলা পলিসি ফোরামের সকল সদস্যগন অংশ গ্রহন করেন। সকল জনসাধারনের জন্য  সিটিজেনস চার্টার,তথ্য অধিকার আইন,জাতীয় শোদ্ধাচার কৌশল,অভিযোগ ও প্রতিকার ব্যবস্থা সহজীকরন এর লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা এবং ২০২৩ সালের কর্মকৌশল নির্ধারন করা হয়।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন