‘মাশরাফি কিংবদন্তি, অসাধারণ নেতা’

জিবিনিউজ24ডেস্ক// 

চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকার্স রীতিমতো জয়ের নিশানা উড়িয়ে চলেছে। আজ সোমবারের ম্যাচেও জয় পেয়েছে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দল। আর টানা পাঁচ জয়ের ফলে প্লে অফের পথে অনেকটাই এগিয়ে থাকল দলটি। 

বয়সের দিক থেকে মাশরাফি অবস্থান করছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। তবে বয়স ৩৯ হলেও এই অধিনায়কের নেতৃত্বের ধার কমেনি একটুও। যার প্রমাণ মিলছে চলমান বিপিএলেও। দলের তরুণ ক্রিকেটারদের পাশাপাশি মাশরাফিকে সম্মান করেন দলের বিদেশি ক্রিকেটাররাও। সোমবার ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ম্যাচশেষে সেই কথাই শোনালেন দলটির পাকিস্তানি ক্রিকেটার ইমাদ ওয়াসিম।

তিনি বলছিলেন, ‘মাশরাফি বাংলাদেশের হয়ে ২০ বছর খেলেছেন। তার থেকে আপনি এর চেয়ে ভালো কী প্রত্যাশা করতে পারেন। সে  ক্রিকেটের কিংবদন্তি। অসাধারণ নেতা, দারুণ মানুষ। তিনি ক্রিকেটের উঠা-নামা সম্পর্কে জানেন কারণ ২০০০ সাল থেকে ক্রিকেট খেলছেন। তিনি কতোটা ভালো তা প্রকাশ করার মতো যথেষ্ট শব্দ আমার কাছে নেই।’

ইমাদ ওয়াসিম যোগ করেন, ‘তার জন্য আমার সবটুকুই সম্মানের। মুসলমান হিসেবে আমরা সব সময়ই আমাদের ভাইদের সম্মান করি, সিনিয়র খেলোয়াড়দের সম্মান করি। তাকেও বড় ভাইয়ের মতোই সম্মান করি। অভিভাবক হিসেবে তিনি যা বলেন তাই আমরা অনুসরণ করি। খেলাটাকে তিনি খুব উপভোগ করেন। আমার সঙ্গে কাজ করা সেরা মানুষদের একজন তিনি।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন