সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
মানবতার হাত বাড়িয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জনপ্রিয় সমাজ সেবামূলক সংস্থা আধারে প্রদীপ কল্যাণ সমিতি।
আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় রাজধানীর লালবাগ ২৮/২, কাজী রিয়াজ উদ্দিন রোড কিল্লার মোড়ে সমিতির প্রধান কার্যালয়ে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জনপ্রিয় সমাজ সেবামূলক সংস্থা আধারে প্রদীপ কল্যাণ সমিতি। সমিতির প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আমিন হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সফল ভাবে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং লালবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি এস এম ইসমাইল মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মাদ আনোয়ার হোসেন, ইউনিট সভাপতি মোহাম্মাদ বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্বে ছিলেন সমিতির সভানেত্রী লাবনী আক্তার রত্না। সঞ্চালনায় ছিলেন সমিতির উপদেষ্টা মোহাম্মাদ গিয়াস উদ্দিন বাবুল।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিতে কর্মসূচীর সূচনা করা। এরপর শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি এস এম ইসমাইল মোল্লা। তিনি বলেন, " আল্লাহর ইচ্ছায় প্রকৃতির অমোঘ নিয়মে ঋতুর পালাবদল ঘটে। কনকনে হিমেল হাওয়া ও তীব্র শৈত্যপ্রবাহ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিরূপ প্রভাব ফেলে এবং মানুষের অসহায়ত্বকে প্রকট করে তোলে। তাই শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। আধারে প্রদীপ কল্যাণ সমিতি সেই সেবাটাই করে যাচ্ছে। "
সমিতির সভানেত্রী লাবনী আক্তার রত্না বলেন জিবি নিউজকে জানান, " সমাজের সংগতিসম্পন্ন ও সচ্ছল মানুষের ঘরে বছর পরিক্রমায় শীতকাল ঋতু হিসেবে আনন্দ ও খুশির বার্তাবহ হলেও দেশের বৃহত্তর জনজীবনে শীত নৈরাশ্য ও বেদনার ধূসর বার্তাবাহক মাত্র। হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন অনেক শীতবস্ত্রের। মানবতার হাত বাড়িয়ে আমরা প্রতি বছর চেষ্টা করে যাই অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার। এবছর প্রায় ২০০ টি শীতবস্ত্র বিতরন করেছি। ইন শা আল্লাহ ! আগামীতে ঠান্ডায় কাহিল এসব অসহায় ও দুস্থ মানুষদের কষ্ট কিছুটা লাঘব করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আর উপস্থিত ছিলেন সমিতির সাধারন সম্পাদিকা মনিরা আক্তার মনি, সহ-সাধারন সম্পাদিকা লতা আকতার ও কোষাধ্যক্ষা কাকলি আক্তার আকলিমা প্রমুখ।
উল্লেখ্য, আধারে প্রদীপ কল্যাণ সমিতি দীর্ঘ কয়েক বছর ধরে অসহায় দরিদ্র ও মেধাবী মহিলা ও শিশুদের মাঝে বিনামূল্যে কম্পিউটার, এমব্রয়ডারি , পার্লার, কারছুপি, রান্না, ব্লক বাটিক ও সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে। সেই সাথে মানব কল্যাণমুখী বিভিন্ন ধরনের ফ্রী সেবা দিয়ে আসছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন