সিলেটের শক্তিশালী ব্যাটিং লাইনকে পাত্তাই দিল না কুমিল্লা

 জিবিনিউজ24ডেস্ক//  

এবারের বিপিএলে প্রথম পাঁচটা ম্যাচের সবগুলো জিতেছে সিলেট স্ট্রাইকার্স। মাশরাফি-মুশফিকদের অভিজ্ঞ দলটির বিপক্ষে জেতা তো দূরের কথা, কোনো দলই তেমন প্রতিদ্বন্দ্বিতাও করতে পারেনি। তবে সেসব বিষয়কে পেছনে ফেলে শুরু থেকেই আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিয়ন্ত্রিত বোলিংয়ে সিলেটকে দাঁড়াতেই দেয়নি দলটির পেসাররা। আর তাতে প্রথম ইনিংসে ১৪০ পেরোতে পারল না সিলেট।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। প্রায় সমশক্তির দুই দলের লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ১৩৩ রান করেছে সিলেট।

ম্যাশদের বিপর্যয়ের শুরুটা দ্বিতীয় ওভারে। পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হ্যারিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান 
তারই স্বদেশী হাসান আলী। পরের ওভারের প্রথম বলেই আঘাত। প্রথমবার তিন নম্বরে সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে পারলেন না  আকবর আলী। ৯ রানের ব্যবধানে ফর্মে থাকা জাকির হাসানকে ফিরিয়ে তৃতীয় আঘাতটা দেন হাসান আলী। 

নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টায় নামেন মুশফিকুর রহিম। তবে শুরুটা ভালো হলেও ১৫ বলে ১৬ রান করে ফিরতে হয় তাকে। মুশফিক ফেরার পর ৫ রানের ব্যবধানে আরও ৩ উইকেট হারায় সিলেট। 

৫৩ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে ম্যাচে ফেরত আনেন থিসারা পেরেরা ও ইমাদ ওয়াসিম। দুজনে মিলে গড়েন  ৮০ রানের অনবদ্য এক জুটি। তাতে স্বল্প হলেও লড়াই করার মতো পুঁজি পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন