যেকোনো মুহূর্তে গ্রেপ্তার কঙ্গনা

জিবিনিউজ 24 ডেস্ক //

বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত যেকোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারেন। একটি টুইটের সূত্র ধরে মামলার জেরেই তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কর্ণাটকের একটি আদালত।

জানা যায়, কঙ্গনার বিরুদ্ধে কর্ণাটকে ভারতের কৃষকদের ‘খামার বিল’ নিয়ে টুইটারে কুটুক্তি করার অভিযোগ রয়েছে। গত সেপ্টেম্বরে কঙ্গনার করা সেই টুইট ক্ষুব্ধ করে তুলেছে অনেককেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে কঙ্গনার শাস্তিও দাবি করেছেন। তার নামে মামলাও করেছেন একজন কৃষকদের কটাক্ষ করার জন্য।

 

উক্ত টুইটটিতে এ অভিনেত্রী সম্প্রতি ভারতে পাস হওয়া ‘খামার বিল’র বিরুদ্ধে প্রতিবাদকারী কৃষকদের ‘সন্ত্রাসী’ বলে অভিহিত করেছিলেন।

খামার বিল নিয়ে প্রধানমন্ত্রী মোদীর একটি টুইটের প্রতিক্রিয়া জানিয়ে কঙ্গনা গত ২১ সেপ্টেম্বর এক টুইটে লেখেন, ‘প্রধানমন্ত্রী, যদি কেউ ঘুমিয়ে থাকেন তবে তাকে ঘুম থেকে জাগানো যায়। যদি কেউ বুঝতে না পারে তবে তাকে ব্যাখা-বিশ্লেষণ দিয়ে বুঝানো যায়। তবে কেউ যদি ঘুমের অভিনয় করে শুয়ে থাকে কিংবা না বোঝার অভিনয় করে তখন আপনি তাকে কিভাবে বুঝাবেন?

এরা আসলে সকলেই জঙ্গি সন্ত্রাসীর মতো। সিএএ-এর কারণে এদের কাউকেই নাগরিকত্ব হারাতে হয়নি। তবে তারা এখানে এসেছে রক্তপাত করার লক্ষে।’

এই টুইটের পরেই বেশ ক্ষুব্ধ হয়ে পড়ে কৃষক আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই। এরপর টুইটটি নিজের না বলে দাবি করেন কঙ্গনা। তিনি বলেন, ‘আমি কখনই কৃষকদের জঙ্গি বলিনি। যদি কেউ প্রমাণ করতে পারে যে আমি কৃষকদের জঙ্গি বলেছি তবে আমি ক্ষমা চাইব এবং চিরতরে টুইটার ছেড়ে দেব।’

প্রসঙ্গত, কঙ্গনার বিরুদ্ধে এত দিনেও মামলা দায়ের না হওয়ার কারণে বেশ সমালোচনার ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে শুধু কৃষক নয়। এর আগেও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসহ নানা বিষয় নিয়ে অপ্রাসঙ্গিক বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

এ কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়লেও ধারাবাহিকভাবেই তিনি নিজের বিতর্কিত মন্তব্য ও আচরণ চালিয়ে যাচ্ছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন