জিবিনিউজ24ডেস্ক//
ঢাকাই চলচ্চিত্রের নতুন প্রজন্মের নায়িকা তানহা মৌমাছি। ‘কি দারুণ দেখতে’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তার। এরপর ‘যে গল্পে ভালোবাসা নেই’, ‘বউ বানাবো তোকে’ ও ‘অনেক দামে কেনা’ সিনেমায় কাজ করেছেন তিনি।
নতুন বছরে তানহা প্রথম কাজ করলেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘চুপি চুপি ভালোবাসা’। এতে তার বিপরীতে মডেল হয়েছেন হান্নান শাহ। সম্প্রতি ঢাকার অদূরে অবস্থিত ফিল্মভ্যালিতে গানটির দৃশ্যধারণ শেষ হয়েছে।
গানটি দ্বৈতভাবে গেয়েছেন সময়ের জনপ্রিয় শিল্পী অয়ন চাকলাদার ও আতিয়া আনিসা। ভিডিওর কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। নির্মাণ করেছেন কে এ নিলয় খান।
গানটি প্রসঙ্গে নায়িকা তানহা মৌমাছি বলেন, ‘গানের কথাগুলো চমৎকার। ভালো গান হলে সিনেমার পাশাপাশি প্রায়ই আমি মিউজিক ভিডিওতে কাজ করি। এই গানটি ভালো লেগেছে তাই করেছি। ভিডিওটিও রোমান্টিক স্টাইলে করা হয়েছে। আশা করছি দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।
আসছে ভালোবাসা দিবসে (১৪ ফেব্রুয়ারি) ইউটিউবে এইচ এস মাল্টিমিডিয়া চ্যানেলে গান-ভিডিওটি উন্মুক্ত করা হবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন