বিতর্কের মাঝেই ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

জিবিনিউজ24ডেস্ক//  

‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি প্রথমবার মুক্তি পেয়েছিল গত বছরের ১১ মার্চ। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে বিতর্ক শুরু হয়। মূলত ১৯৯০ সাল থেকে হিন্দু পণ্ডিতদের কাশ্মীর প্রস্থান নিয়ে তৈরি বিবেক অগ্নিহোত্রীর এই সিনেমাটি ঘিরে তুমুল বিতর্কের জন্ম দেয়।

কেন্দ্রের মোদি সরকার ছবির প্রশংসা করলেও বিরোধীরা দাবি করেন, ছবির তথ্যে প্রচুর গণ্ডগোল রয়েছে। নানা মহলের সমালোচনার মুখেও পড়েছিলেন পরিচালক বিবেকও। নতুন বছরেও সেই বিতর্কের রেশ কাটেনি। আর তারই মধ্যে রীতিমতো চমকে দিয়ে ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ফের সিনেমা হলে মুক্তি পাচ্ছে বিতর্কিত সিনেমাটি। টুইট করে এ খবর নিশ্চিত করেছেন পরিচালক বিবেক ও অভিনেতা অনুপম খের। সম্ভবত এটাই প্রথম কোনো ভারতীয় সিনেমা যা এক বছরের মধ্যে দ্বিতীয়বার সিনেমা হলে মুক্তি পাচ্ছে।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিবেক জানিয়েছেন, ৩৩ বছর আগে ১৯ জানুয়ারি কাশ্মীরি পণ্ডিতদের গণহত্যা হয়েছিল। ঘরছাড়া হয়েছিলেন হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত। সেই দিনটি প্রত্যেক দেশবাসীকে মনে করিয়ে দিয়ে তাদের সম্মান জানাতেই ফের প্রেক্ষাগৃহে আসছে এই ছবি। পরিচালকের দাবি, ইতিহাসে প্রথম এক বছরের ব্যবধানের মধ্যে দু’বার মুক্তি পেতে চলেছে কোনো সিনেমা। প্রত্য়েককে ছবিটি প্রেক্ষাগৃহে দেখার আহ্বানও জানিয়েছেন তিনি।

অনুপম খেরও টুইটারে পুনরায় ছবি মুক্তির জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। হিন্দু পণ্ডিতদের কাশ্মীর প্রস্থানের ৩৩ বছর হয়ে গেল। তাদের স্মৃতিতেই এই উদ্যোগ। এমন সিদ্ধান্তে খুশি ছবিতে অভিনীত মিঠুন চক্রবর্তী, দর্শন কুমার ও পল্লবী জোশী।

বিতর্ক পেরিয়ে গত বছরে বক্স অফিসে রেকর্ড ব্যবসা করেছিল দ্য কাশ্মীর ফাইলস। তবে নানা বিতর্ক পিছনে ফেলে ছবির মুকুটে ওঠে নয়া পালক। ২০২৩ সালের অস্কারের শর্ট লিস্টে জায়গা পায় সিনেমাটি। অস্কার কর্তৃপক্ষের তরফ থেকে খবরটি পেতেই টুইট করেছিলেন বিবেক। এই সিনেমার পাশাপাশি অস্কারের তালিকায় জায়গা করে নেয় ভারতের ‘গাঙ্গুবাঈ’, ‘আরআরআর’, ‘কান্তারা’, ‘ছেল্লো শো’।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন