মৌলভীবাজার প্রতিনিধি \ মৌলভীবাজারে মাঘের প্রথম সপ্তাহে আবারও জেঁকে বসেছে শীত। সূর্যের ঝলমল আলোর সাথে জলা জুড়ে প্রচন্ড হিমেল হাওয়া বইছে।
গতকাল বুধবার ১৮ জানুয়ারি সকাল ৯ টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রী সেলসিয়াস। এক দিনের ব্যবধানে ৩ ডিগ্রির বেশী তাপমাত্রা কমেছে। যা গত কাল মঙ্গলবার ছিল ১০.৪ ডিগ্রী সেলসিয়াস। হিমেল হাওয়ার সাথে শীতের তীব্রতার কারণে সময়মত কাজে যোগ দিতে পারছেনা শ্রমজীবি মানুষেরা। সীমাহীন দুরে দুর্ভোগে পড়েছেন বোরো চাষী, ছিন্নমূল ও দিনমজুররা। দিনে ও রাতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কর্মকর্তা বিবলু চন্দ্র জানান, ঘন কুয়াশা ও মেঘাচ্ছন্ন আকাশ কেটে যাওয়ায় শীতের তীব্রতা বেড়ে গেছে। আজ সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি মৌসুমে এ অ লের সর্বনি¤œ তাপমাত্রা।
উল্লেখ্য, ১৯৬৮ সালের ৪ ফেব্রæয়ারি এ অ লে সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শীতজনিত রোগে প্রতিদিন জেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। গরম কাপড়ের দোকানে নি¤œ ও মধ্য আয়ের মানুষের কেনাকাটা সবচেয়ে বেশী।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন