জিবিনিউজ24ডেস্ক//
বলিউডে আত্মপ্রকাশ শিশুশিল্পী হিসেবে। এরপর ‘কোয়ি মিল গায়া’, ‘আবরা কা ডাবরা’র মতো সিনেমায় তাকে দেখা গেছে। বড় হওয়ার পর বেশ কিছু কাজ করেছেন দক্ষিণী সিনেমায়, হয়েছেন হিমেশ রেশমিয়ার নায়িকা।
‘আপ কা সুরুর’ সিনেমায় নজর কেড়েছিলেন অনেকের। তিনি হানসিকা মোতওয়ানি। সেই হানসিকা এবার আবার উঠে আসছেন খবরের শিরোনামে, তবে এবার ভিন্ন কারণে।
গেল ডিসেম্বরেই দীর্ঘদিনের প্রেমিক, ব্যবসায়ী সোহেল কুঠরিয়াকে বিয়ে করেছেন হানসিকা। এবার একটি রিয়েলিটি শোয়ের আদলে ওটিটি প্ল্যাটফর্মে আসতে যাচ্ছে হানসিকা ও সোহেলের বিয়ে। অনুষ্ঠানের নাম ‘লাভ, শাদি, ড্রামা’। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই রিয়েলিটি শো। হানসিকা ও সোহেলের বিয়ের সব অনুষ্ঠানই দেখা যাবে এই রিয়েলিটি শোতে।
সোহেলের সঙ্গে প্রায় ৮ বছরের দীর্ঘ সম্পর্ক হানসিকার। প্রথমে বন্ধুত্ব, তার পরে প্রেম। ২০২২ সালে সোহেলের সঙ্গে বাগদান সারেন ‘কারিশ্মা কা কারিশ্মা’, ‘সোনপরী’ খ্যাত অভিনেত্রী। সোহেলের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক হলেও বিয়ের প্রস্তুতি নেওয়ার জন্য হানসিকার হাতে ছিল মাত্র ৬ সপ্তাহ। বিয়ের আগে নানা অনুষ্ঠান থেকে বিয়ের ঠিক আগে তৈরি হওয়া বিতর্ক— সব সামাল দিয়ে কীভাবে হলো বিয়ের আয়োজন, সেই সব গল্প নিয়েই তৈরি এই রিয়েলিটি শো। ডিজনি প্লাস হটস্টারে খুব শিগগিরই প্রিমিয়ার হতে চলেছে এই অনুষ্ঠানের।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন