জিবিনিউজ24ডেস্ক//
আগের ম্যাচের দূরন্ত জয়ের ধারা অব্যাহত থাকল না। আটকে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে নাটকীয়ভাবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে অনবদ্য ফ্রি-কিকে গোল করে সমতা ফেরালেন ক্রিস্টাল প্যালেসের মাইকেল ওলিসে।
এতে অপূর্ণ থেকে গেল লিগ টেবিলে সিটিকে টপকে রেড ডেভিলসের দ্বিতীয় স্থানে উঠে আসার লক্ষ্যও।
ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার দু’মিনিট আগে ক্রিশ্চিয়ান এরিকসেনের পাস থেকে গোল করেন ব্রুনো ফের্নান্দেস। ম্যান ইউ সমর্থকেরা ভাবতেও পারেননি ছবিটা বদলে দেবেন ওলিসে।
ম্যান ইউ পেনাল্টি বক্সের বাইরে ফ্রি-কিক পেয়েছিল ক্রিস্টাল প্যালেস। সেই কিকেই গোলরক্ষককে হতবাক করে বাঁ পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়িয়ে দেন ওলিসে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন