মৌলভীবাজারে ”নিরাপদ অভিবাসন  ও দক্ষতা উন্নয়ন, শীর্ষক সেমিনার  

মৌলভীবাজার প্রতিনিধি\“থাকবো ভালো,রাখবো ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়বো দেশ”এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে”নিরাপদ অভিবাসন  ও দক্ষতা উন্নয়ন, শীর্ষক সেমিনার  অনুষ্ঠিত হয়েছে। 
গতকাল (১৯ জানুয়ারি) বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সহযোগিতায় দিনব্যাপী নিরাপদ অভিবাসন  ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান এর সভাপতিত্বে এবং টিটিসি প্রশিক্ষক আব্দুর রহমানের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সেমিনারে মুল প্রবন্ধ পাঠ করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক মোশারফ হোসেন। সেমিনার অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসে গমন ইচ্চুক মইনুল ইসলাম,মৌলভীবাজারদেওয়ানি মসজিদেও পেশ ইমান আব্দুল মোহিত,জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান,জেলা যুব উন্নয়ন অদিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান সাংবাদিক শেখ সিরাজুল ইসলাম সিরাজ,সৈয়দ মহসীন পারভেজ,নজরুল ইসলাম মুহিব প্রমূখ। বক্তরা প্রবাসীদের কষ্টাজিত অর্থ ব্যাংকিং চ্যানেলে আনয়ন করে দেশ ও জাতির  উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রদান করেন। সেমিনাওে জেলা পর্যায়ের পদস্থ কর্মকতাগন, মসজিদে ইমাম, সংবাদকর্মীগন,প্রবাসে গমনইচ্ছুকগন,ও সুশিল সমাজের প্রতিনিধিগন উপস্থিত চিলেন ।


 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন