জিবিনিউজ24ডেস্ক//
শ্রেয়া ঘোষালের ভাইয়ের বিয়ে যেন রূপকথার এক বিয়ে! এক বার নয় একই কনেকে দু’বার বিয়ে করলেন তিনি। আসলে এ বিয়েতে রয়েছে চেতন ভগতের ‘টু স্টেটস’ গল্পের ছোঁয়া।
শ্রেয়ার ভাই সৌম্যদীপ পেশায় সুরকার ও গায়ক। বিয়ে করেছেন দক্ষিণের মেয়ে রোশনি প্রদীপকে। তিনি পেশায় সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার ও ধ্রুপদী নৃত্যশিল্পী। তাই এক বার দক্ষিণ ভারতীয় রীতি নাীতি অনুযায়ী সৌম্য তাকে বিয়ে করেন। আর এক বার একেবারে বাঙালি মতে। বাঙালি মতে বিয়ের দিন টোপর-ধুতি-পাঞ্জাবিতে সেজেছিলেন সৌম্যদীপ। লাল বেনারসিতে একেবারে বাঙালি বৌ সেজেছিলেন রোশনি। চেতনের ওই উপন্যাসেও এমনটা ছিল।
শ্রেয়ার চেয়ে বেশ ছোট তাঁর ভাই। শ্রেয়া লিখেছেন, আজকের দিনটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমার ভাইয়ের বিয়ে হয়ে গেল। আমার দেখা সব থেকে সুন্দর দুটো মনের মিলন হলো আজ। দু’টি সংস্কৃতির আর্দশ মিলন হলো আজ। আমাদের সব থেকে আদরের মানুষটার বিয়ে। খুশিতে চোখ ভিজেছে আজ। ভাই তুমি খুশি থেকো। বৌমা তোমাকে সারা জীবন এতটাই ভালোবাসবে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন