অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’

  জিবিনিউজ24ডেস্ক//  

অনেক কাঠখড় পুড়িয়ে অবশেষে মুক্তির অনুমতি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি। আজ (শনিবার) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন সাংবাদিক ও আপিল বোর্ড সদস্য শ্যামল দত্ত। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন ফারুকী।

শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় ফারুকী তার ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি লেখেন, ‘কেমন অনুভুতি হয় যখন আপনি দেখেন সারা দুনিয়া ছুটে চলেছে আর আপনি একাই থেমে? ভীষণ অপ্রয়োজনীয় লাগে নিজেকে! এই কয় বছর তাই লাগছিল!’

তার কথায়, “বাইরে থেকে কি মনে হয় জানি না, ভেতরে ভেতরে শিল্পীদের মতো একাকী মানুষ আর কেউ নাই! গত চার বছর ধরে ‘শনিবার বিকেল’ নিয়ে যখন স্ট্রাগল করতেছিলাম, তখন নিজেকে অদরকারি ভাবার সাথে যে অনুভুতিটা আমাকে গ্রাস করতো সেটা হলো একাকিত্ব।”

তার এই সংগ্রামে যারা সহযোগী হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ফারুকী। তার ভাষায়, ‘এই কয় মাস ‘শনিবার বিকেল’র মুক্তির দাবিতে ফিল্ম অ্যালায়েন্স বাংলাদেশের কলিগ, আমাদের দর্শক ভাই-বোন, এবং সমাজের সর্বস্তরের মানুষ যেভাবে কণ্ঠ উঁচু করেছেন, তাতে আমি আর একা বোধ করি নাই। মনে হয়েছে আমি অনেকের সাথে আছি, মাঝে আছি। আপনাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ছবিটার মুক্তির জন্য নেপথ্যে যে ভাই-বোনেরা কাজ করেছেন তাদের সবাইকে সালাম। পত্র-পত্রিকা, ফেসবুক পেজ বা গ্রুপ সবার প্রতি কৃতজ্ঞতা।’

বলিউডের ‘ফারাজ’ মুক্তির আগেই যেন ‘শনিবার বিকেল’ মুক্তি দিতে পারেন সেই আশাবাদও ব্যক্ত করেন নির্মাতা। ফারুকী যোগ করেন, “আপনাদের মতো আমিও পত্রিকা মারফত জেনেছি, আপিল বোর্ড ‘শনিবার বিকেল’ ছবিটা ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ওনারা হয়তো ওনাদের ছোট কিছু অবজারভেশন জানাবেন যেটা ডিটেইল এখানে আলোচনা করতে চাচ্ছি না। আমরা আশা করি ওনারা দ্রুতই আমাদের এই বিষয়ে চিঠি দিবেন যাতে আগামী শুক্রবার বা তারপরের শুক্রবার ছবিটা মুক্তি পায়। মোট কথা ফারাজের সাথে বা আগেই ছবিটা মুক্তির ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।”

সবশেষে তিনি আপিল বিভাগের বিজ্ঞ সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতে যেন তার মতো এমন পরিস্থিতিতে অন্য কোনো চলচ্চিত্র নির্মাতা না পড়েন সেই প্রত্যাশাও ব্যক্ত করেন।

এতদিনের সংগ্রামে ক্লান্ত-পরিশ্রান্ত ফারুকী। এখন শান্তির ঘুমের পালা। আর তাইতো সবাইকে ভালো থাকবেন জানিয়ে লেখেন, ‘আমি এখন একটু ঘুমাব!’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন