ভিডিও : সন্তানকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে সজারুর লড়াই

  জিবিনিউজ24ডেস্ক//  

মানুষের মতো পশু-পাখিও সন্তানকে রক্ষায় সবসময় সচেষ্ট থাকে। মাঝে মাঝে এটি চরম পর্যায়ে পৌঁছাতে পারে। যা আমরা প্রায় সময়ই ভিডিওতে দেখে থাকি।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সজারু ও চিতাবাঘের মধ্যে লড়াইয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় সন্তানকে রক্ষায় প্রাণপণ চেষ্টা করছে একটি সজারু পরিবার।

সুপ্রিয়া সাহু নামে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের (আইএএস) এক কর্মকর্তা সজারু ও বাঘের মধ্যে হওয়া লড়াইয়ের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে প্রকাশ করেন।

ভিডিওতে দেখা যায়, দুটি সজারু তাদের সন্তানকে নিয়ে একটি রাস্তায় হাঁটছে। একটু পরই, সেখানে একটি চিতাবাঘ উপস্থিত হয়। চিতাটি সজারুর বাচ্চাটিকে ধরার চেষ্টা করতে থাকে। তখন ওই দুই সজারু তাদের কাটা তুলে বাঘকে দূরে সরিয়ে দেয়। কিন্তু তা সত্ত্বেও যখন চিতাবাঘটি কাছে আসার চেষ্টা করে তখন একটি সজারু বাঘটির দিকে তেড়ে যায়।

সুপ্রিয়া সাহা ওই ভিডিওটির শিরোনামে লিখেছেন, ‘সজারু  পরিবার সন্তানকে ‘জেড’ শ্রেণীর নিরাপত্তা দিচ্ছে। সাহসিকতার সঙ্গে লড়াই করে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিচ্ছে। এমনকি নিজদের বাচ্চাকে চিতাবাঘটিকে স্পর্শও করতে দিচ্ছে না। অসাধারণ।’

তবে শেষ পর্যন্ত চিতার থাবা থেকে বাচ্চাটিকে ওই সজারুগুলো রক্ষা করতে পেরেছিল কিনা এটি নিশ্চিত নয়।

অভিনেশ নামে একজন লিখেছেন, ‘ভিডিওটি শেষ হলো। কিন্তু চিতার দৃঢ়তা দেখে মনে হচ্ছে এটি হাল ছেড়ে দেয়নি এবং শেষ পর্যন্ত সে তার শিকারকে ছিনিয়ে নিবেই।’

আরেকজন লিখেছেন, ‘এটি মনে হচ্ছে যেন প্রকৃতির পরিচালিত কোনো ছবি— যেটিতে ভালোবাসার একটি শক্তিশালী বার্তা রয়েছে যে, ছোট বাচ্চাকে রক্ষায় সজারু পরিবারও চিতাবাঘের মতো হিংস্র প্রাণীর মুখোমুখি হতে পারে।

সূত্র: এনডিটিভি

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন