জন্মদিনে সুশান্তকে নিয়ে আবেগঘন পোস্ট রিয়ার

জিবিনিউজ24ডেস্ক//  

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধারের বহুদিন কেটে গেছে। তার মৃত্যু নিয়েও রয়ে গিয়েছে নানা রহস্য। এর মধ্যেই গত ২১ জানুয়ারি ছিল এ অভিনেতার জন্মদিন। এদিনে সামাজিক মাধ্যমে অভিনেতাকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন প্রেমিকা রিয়া চক্রবর্তী।

সামাজিক মাধ্যমে সুশান্তের সঙ্গে কাটানো মুহূর্তের দুটি ছবিও পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে ইনফিনিটি চিহ্ন দিয়ে লিখেছেন ‘+1’। আর তার এ পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের অসংখ্য তারকা।

এমনকি শনিবার মুম্বাইয়ের রাস্তায়ও দেখা মিলেছে রিয়ার। এদিন দুঃস্থ শিশুদের সাহায্য করছেন তিনি। ফেরাননি কাউকেই, সাধ্যমতো পথ শিশুদের টাকা দিয়েছেন।

সুশান্তের জন্মদিনেই আরেক অভিনেত্রী কিয়ারার সঙ্গে পুরনো একটি সাক্ষাৎকার ভাইরাল হয়েছে। সেখানে কিয়ারাকে বলতে শোনা যায়, সুশান্ত মাত্র দু’ঘণ্টা ঘুমোতেন। এর যুক্তি হিসেবে তিনি বলতেন। মানুষের মস্তিষ্কের ২ ঘণ্টা ঘুমই পর্যাপ্ত। এমনকি যারা আট ঘণ্টা ঘুমোন তাদের মস্তিষ্কও নাকি দু’ঘণ্টাই বিশ্রামের জন্য নেয়।

এদিকে এখনও ভাইয়ের মৃত্যুর বিচারের দাবিতে লড়াই করছেন শ্বেতা সিং কীর্তি। সোশ্যাল মিডিয়ায় সুশান্তের ছবি শেয়ার করে তিনি লেখেন, “হ্যাপি বার্থ ডে ভাই। যেখানেই আছিস ভাল থাকিস (আমার ধারণা তুই হয়তো কৈলাসে ভগবান শিবের সঙ্গে আছিস)।  কিন্তু কখনও কখনও তো নিচে তাকাতে পারিস। এখানে তুই কী জাদু যে তৈরি করেছিস দেখতে পারিস একবার।  তুই নিজের মতো সোনায় মোড়া মনের আরও অনেক সুশান্তের জন্ম দিয়েছিস।” 

এর আগে ২০২০ সালের জুনে মুম্বাইয়ের আবাসন থেকে সুশান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে বলা হয়েছিল, আত্মহত্যাই করেছেন তিনি। যদিও তার পরিবার দাবি করে, খুন করা হয়েছিল অভিনেতাকে। মুম্বাই পুলিশের পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি), নার্কোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এবং সিবিআই সুশান্তের মৃত্যুর তদন্ত করেছিল। 

পরবর্তীতে সুশান্তের জন্য মাদক জোগাড়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া চক্রবর্তী।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন