নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

জিবিনিউজ24ডেস্ক//  

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য হতে যাওয়া আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে নিয়মিত অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বেই খেলবে বাংলাদেশ দল। শনিবার এক বিবৃতি দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

এছাড়া ঘোষিত দলে রয়েছেন চারজন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা ক্রিকেটারক। তার মধ্যে রয়েছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস, স্বর্না আক্তার, দিলারা আক্তার।

বিশ্বকাপ শুরুর আগে অবশ্য দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতিরা। যার প্রথমটি ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয়টি ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

 
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মন্ডল, ঝর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস, শোভনা মোস্তারি।

স্টান্ডবাই: রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি, শারমিন আক্তার সুপ্তা। 

মন্তব্যসমূহ (১)

  • AlexBach

    2 months ago

    Discover the future of gaming with Musk Empire - an innovative Web3 adventure! Grow your business empire with zero in-app purchases. Boost your investments to multiply your hourly profits. Engage, earn, and down the line convert in-game currency for actual cash. Join the Musk Empire today and craft your virtual wealth! invitation link https://gourl.tech/XEmpire


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন