ঐতিহ্যবাহি আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক এ.বি.এম মনসুর আলম আর নেই- জানাযায় হাজারো মানুষের ঢল

আমাদের নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি বুলবুল আহমেদ জানান ||

নবীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহি আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক এ.বি.এম মনসুর আলম সবাইকে কাঁদিয়ে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন। তিনির মৃত্যুতে বিভিন্ন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।

জানাযায়, প্রতিদিনের ন্যায় রবিবার (২২ জানুয়ারি) সকালে স্কুল ও কলেজে আসেন ক্লাস করাতে আসেন। ক্লাস চলাকালিন সময়ে হঠাৎ করে শিক্ষক মনসুর আলমের বুকের মধ্যে ব্যাথা অনুভব করলে সাথে সাথে তিনির সহকর্মীরা আউশকান্দি হীরাগঞ্জ বাজারে চিকিৎসালয়ে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শাহজাহান তাৎক্ষণিকভাবে সিলেট নিয়ে যাওয়ার কথা বলেন। এতে সিলেট ইবনে সিনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্টক করে মৃত্যুর কুলে ঢলে পড়েন। এ খবরটি আউশকান্দি এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শোক প্রকাশ করেন। পরে সিলেট থেকে আউশকান্দি স্কুলে রাত ৮টার সময় লাশবাহী গাড়ি নিয়ে আসলে হাজারো ছাত্র/ছাত্রী, অভিভাবক, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, রাজনৈতিবিদ, ব্যবসায়ী সহ শিক্ষককে এক নজর দেখার জন্য ক্যাম্পাস মাঠে ভীড় জমান। এতে একে একে শিক্ষকের লাশ দেখার পর জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক লুৎফর রহমান, প্রভাষক ইকবাল বাহার তালুকদার, আউশকান্দি  ইউনিয়ন চেয়ারম্যান মোঃ দিলাওর হোসেন, বিশিষ্ট শিক্ষানুরাগী হাজী সুহুল আমিন, আব্দুল হামিদ নিকছন, ইসলাম শিক্ষক জিয়াউর রহমান মির, শিক্ষক কায়ছার হামিদ সহ আরো অনেকেই। জানাযার নামাজ পড়ান অত্র প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষার শিক্ষক জিয়াউর রহমান মীর। নামাজ শেষে শিক্ষকের রুহের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন অত্র প্রতিষ্ঠান জামে মসজিদের ঈমাম জিয়াউর মীর।

নামাজের জানাযায় অংশ গ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ক্বাজী ওবায়দুল কাদের হেলাল, উপজেলা বিএনপি নেতা মুজিবুর রহমান সেফু, আউশকান্দি হীরাগঞ্জ বাজার বনিক সমিতির সাবেক সভাপতি মুর্শেদ আহমদে, হাজী ফুল মিয়া, শেরপুর আজিজ হাবিব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব, দীঘলবাক স্কুলের প্রধান শিক্ষক আবু সালেহ, হাজী আতাউর রহমান, আব্দুস সালাম, কনর মিয়া, নোমান সরদার, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম. এ আহমদ আজাদ, সাংবাদিক মুরাদ আহমদ, জাতীয় অন লাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বুলবুল আহমেদ, পল্লি বিদ্যুৎ সমিতির ডাইরেক্ট শাহ মুস্তাকিম আলী প্রিন্স, সাবেক ডাইরেক্ট শফিকুল আলম হেলাল, সাংবাদিক ক্বারী আব্দুল কাইয়ুম, হাজী চাঁদ মিয়া সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ। পরে রাত ৮টার দিকে  শিক্ষককের নিজ বাড়ি ময়মনসিংহে লাশ বাহী গাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানে পরে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে। সাবেক শিক্ষার্থীদের সমন্নয়ে মরহুমের স্মৃতি চারন করা হয়।

উল্লেখ যে, ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার খারুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ এর পুত্র এ.বি.এম মনসুর আলম। মৃত্যু কালে তিনি এক পুত্র সন্তান ও এক স্ত্রী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিগত ৩ নভেম্বর ১৯৯০ সালে ঘোলডুবা এম.সি উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলেন। পরে ১ ফেব্রুয়ারী ২০০০ সালে আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন