ক্রিকেটের প্রতিশোধ হকিতে নিল কিউইরা

জিবিনিউজ24ডেস্ক//  

ক্রিকেটে এক দিনের সিরিজে ভারতের কাছে ০-২ হেরেছে নিউজিল্যান্ড। সে প্রতিশোধ হকিতে নিয়ে নিল কিউইরা। হকি বিশ্বকাপের ক্রসওভারে ভারতকে শুটআউটে হারিয়ে দিয়েছে তারা। নির্ধারিত সময়ে খেলা ৩-৩ অমীমাংসিত থাকার পর শুটআউটে নিউজিল্যান্ড জিতল ৫-৪ ব্যবধানে। শুটআউটে গোলকিপার পিআর সৃজেশ তিনটি ভালো সেভ করলেও দলকে জেতাতে পারলেন না। তৃতীয় সেভের সময় চোট পান তিনি। গোলকিপার কৃষাণ পাঠক একটি শট বাঁচালেও বাকিগুলোতে পারলেন না। ঘরের মাঠে টানা দ্বিতীয়বার হকি বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরাই রয়ে গেল ভারতের।

পুরো ম্যাচে অসংখ্য পেনাল্টি কর্নার নষ্টের খেসারত দিতে হয়েছে ভারতকে। কোচ গ্রাহাম রিড আগেই এ ব্যাপারে দুশ্চিন্তার কথা জানিয়েছিলেন। মরা বাঁচা এ ম্যাচেও ভারতের সে রোগ কাটল না। দশটি পেনাল্টি কর্নার পেয়ে তারা গোল করেছে মাত্র একটিতে। কিন্তু নিউজিল্যান্ড শেষ দুটি গোলই করেছে পেনাল্টি কর্নারে। শেষ দিকে ভারতের ওপর চাপ বাড়িয়ে সফলতা পেল তারা।

শুটআউটে স্যাম লেন, স্যাম হিহা এবং নিক উডসের প্রচেষ্টা এবং দুর্দান্ত দক্ষতায় বাঁচিয়ে দেন সৃজেশ। কিন্তু উডসের প্রচেষ্টা বাঁচানোর সময় হাঁটুতে চোট পান। সাডেন ডেথে প্রথম শটে জঘন্য মিস করেন হরমনপ্রীত। তবু ভারতের আশা বেঁচে ছিল পাঠকের হাতে। কিন্তু সে আশা অচিরেই শেষ হয়ে যায়।

খেলার প্রথম কোয়ার্টারে দুপক্ষই একে অপরকে মেপে নিতে থাকে। কেউই আগ্রাসন দেখাচ্ছিল না। বাড়তি সতর্ক ছিল দুই দলই। প্রথমদিকে সুযোগ পেয়েছিলেন ভারতের নীলকান্ত শর্মা এবং মনদীপ সিংহ। কিন্তু সুযোগকে কাজে লাগাতে পারেননি। ১৩ মিনিটের মাথায় একটি পেনাল্টি কর্নার পায়। হরমনপ্রীত সিংহের ড্র্যাগ ফ্লিক বাঁচিয়ে দেন নিউজিল্যান্ডের গোলকিপার।

দ্বিতীয় কোয়ার্টার শুরুর তিন মিনিটের মধ্যে গোল করে ভারত। ললিত কুমার এগিয়ে দেন। তাকে ভালো বল বাড়িয়ে দিয়েছিলেন আকাশদীপ সিংহ। সে বল পেয়ে জোরালো শটে জালে জড়ান ললিত। চার মিনিট পরে ললিত পেনাল্টি কর্নার আদায় করেছিলেন। কিন্তু সফলতা পানননি। পরের মিনিটেই গোল করে ভারত। তবে তা বাতিল হয়ে যায়। গোল করেন নীলকান্ত। নিউজিল্যান্ড রিভিউ নেয়। দেখা যায় নীলকান্ত গোল করার আগেই বল বেসলাইন পেরিয়ে গেছে। তাই আম্পায়ার গোল বাতিল করে দেন।

পরের মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। শটে বৈচিত্র আনতে গিয়ে গোল করতে ব্যর্থ হন অমিত রোহিদাস। তবে সফলতা আসে ২৫ মিনিটে। হরমনপ্রীত ড্র্যাগ ফ্লিক প্রতিহত হয়। সেখান থেকে এরিয়াল শটে গোল করেন সুখজিৎ সিংহ। দেশের হয়ে এটাই তার প্রথম গোল। দুটি গোল করে দাপট দেখাচ্ছিল ভারত। আচমকাই একটি গোল খেয়ে যায় তারা। সাইমন চাইল্ড পাস দিয়েছিলেন স্যাম লেনকে। তিনি গোল করেন। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

বিরতির পর আবার পেনাল্টি কর্নার পায় ভারত। ম্যাচে ষষ্ঠ বার। কিন্তু এবারও গোল করতে পারেননি হরমনপ্রীত। দুই মিনিট পর দুর্দান্ত বোঝাপড়ায় গোলের মুখ প্রায় খুলে ফেলেছিলেন আকাশদীপ এবং মনদীপ। রিভিউ নিয়ে পেনাল্টি কর্নার আদায় করে ভারত। কিন্তু কাজে লাগাতে পারেনি। যদিও পরের মিনিটেই এগিয়ে যায় তারা। অষ্টম পেনাল্টি কর্নার থেকে ড্র্যাগ ফ্লিকে গোল করেন বরুণ কুমার। দুই গোলে এগিয়ে যায় ভারত।

এরপরেই কিছুটা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন ভারতের খেলোয়াড়রা। তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার আগেই পেনাল্টি কর্নার থেকে গোল করে নিউজিল্যান্ড। কেন রাসেল ব্যবধান কমান। চতুর্থ কোয়ার্টারের পঞ্চম মিনিটে আবার গোল করে সমাতে ফেরায় নিউজিল্যান্ড। এবার গোলদাতা শন ফিন্ডলে। পরের মিনিটে ভারতের গোলকিপার কৃষাণ পাঠক দারুণ সেভ করেন। কোনো মতে সে কোয়ার্টারে বেঁচে গিয়ে ম্যাচ শুটআউটে নিয়ে যায় ভারত। তাতে অবশ্য বাঁচল না ভারতের আশা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন