মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্র্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (২৩ জানুয়ারি) সোমবার দুপুরে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদেও আয়োজনে শিক্ষার্থীদের নবীণ বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা/২২ এবং জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ময়নুল হক এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ এর পরিচালনায় বিতরণ প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর সিলেট অ লের উপ পরিচালক মো: জাহাঙ্গীর কবীর আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান,মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক,ক,ম ফারুক আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ফাতির আহমদ ।
বক্তব্য রাখেন সহকারী শিক্ষক (বাংলা)শাহানা আক্তার, শিক্ষক বাবুল উদ্দিন খান ,সাংবাদিক নজরুল ইসলাম মুহিব,শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। পরে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন