‘দর্শকদের ট্রলে কষ্ট পায় আমার পরিবারও’

 জিবিনিউজ24ডেস্ক//  

বাংলাদেশ ক্রিকেটে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি সমালোচনার স্বীকার নাজমুল হোসেন শান্ত। ধারাবাহিক পারফর্ম করতে না পারায় বিভিন্ন সময় এই ওপেনারকে নিয়ে ট্রল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে গেল বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ভালো করার আভাস দিয়ে যাচ্ছেন শান্ত। ধারাবাহিকতা দেখা যাচ্ছে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)।

চলতি বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে মাঠ মাতাচ্ছেন শান্ত। রয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রানের তালিকায়ও। মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে খেলেছেন ৮৯ রানের ইনিংস। এরপর সংবাদ সম্মেলনে এসে তার ব্যাপারে হওয়া সমালোচনা নিয়ে কথা বললেন।

শান্ত বলেন, ‘আমি এটা বলছি না যে আমাকে নিয়ে সমালোচনা করা যাবে না। আমি খারাপ খেললে অবশ্যই সমালোচনা হবে। তবে আমি মনে করি আরেকটু শালীনভাবেও হতে পারত। যেটা আমার পরিবারের জন্য ভালো হতো।’ 

শান্ত যোগ করেন, ‘আমি যেটা বললাম, এটা আসলে আমি নিয়ন্ত্রণ করতে পারব না। অনেকে না জেনে, অনেকে না বুঝে হয়তো কথা বলে ফেলে। দলের পরিকল্পনা, আমার পরিকল্পনা কিংবা আমি কতটুকু হার্ড ওয়ার্ক করি সেটা হয়তো অনেকে জানে না। জানার প্রয়োজনও নেই। এটা নিয়ে আসলে যত বেশি কথা আমি বলব, কথা বলাই হবে। এটা যার যার চিন্তা ভাবনা। সবাই যদি বুঝে কথা বলে, জেনে কথা বলে তাহলে আমার মনে হয় ভালো।’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখেন শান্তর পরিবার। সেই বিষয় নিয়ে এই ওপেনার বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়গুলো আমার জন্য যতটা কঠিন, আমার পরিবারের জন্য তার চেয়েও বেশি কঠিন। আমি যেভাবে বুঝি আমার পরিবারের সদস্যরা কিন্তু সেভাবে বোঝে না। তাদের দুঃখ হয়। তারাও কষ্ট পায়, খারাপ লাগে। এই জিনিসটার জন্য আমি মাঝে মাঝে হতাশ হয়েছি। আমারও খারাপ লেগেছে।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন