জিবিনিউজ 24 ডেস্ক //
কাজল আগরওয়াল, দক্ষিণী ছবির জনপ্রিয় এক তারকার নাম। সম্প্রতি ভক্তদের কাজল জানান, আগামী ৩০ অক্টোবর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি। হবু বরের নাম গৌতম কিসলুর। পেশায় একজন উদ্যোক্তা ও ব্যবসায়ী।
দীর্ঘদিন থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্ক চলছিল। তবে কাজল তাদের এই সম্পর্কের কথা এতদিন গোপন রেখেছিলেন। সবশেষে কাজল নিজেই তার এবং গৌতমের বিয়ের খবর প্রকাশ করেছেন।
ইনস্টাগ্রামে কাজল বলেন, পারিবারিকভাবেই ৩০ অক্টোবর মুম্বাইতে গৌতম ও আমার বিয়ে সম্পন্ন হতে যাচ্ছে। সবশেষে আমরা দুজন একসঙ্গে জীবন শুরু করতে যাচ্ছি, আর এতে আমি ভীষণ খুশি। আপনারা সবাই এতদিন ধরে আমাকে ভালোবাসা দিয়েছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের নতুন যাত্রা শুরুর জন্য আপনাদের সবার আশীর্বাদ কামনা করছি।
তার এই দীর্ঘ পোস্টে আরো লিখেছেন, তিনি অভিনয় ছাড়ছেন না এবং তিনি শ্রোতাদের বিনোদন দেয়া চালিয়ে যাবেন।
সম্প্রতি এই দম্পতির প্রেম করা কালীন কিছু অদেখা এবং প্রেমময় ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। সেখানে তাদের দু’জনে একসঙ্গে দেখতে খুব সুন্দর লাগছিল। প্রেমে থাকার চেয়ে সুন্দর আর কিছুই নেই, এই দম্পতির ছবিগুলো তাই প্রকাশ করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন